চালকুমড়োর বড়া খেতে আমার দারুণ লাগে। আপনার বড়াগুলো আশা করি খুবই মজাদার হয়েছিল।
আপনি একবার স্টাফিং করে করতে পারেন। ছানার পুর বা নারকেল-পোস্ত শক্ত করে বাটা দুটো স্লাইসের ভেতরে ঢুকিয়ে একই ভাবে ভেজে নেওয়া। লিখতে লিখতেই জিভে জল এসে যাচ্ছে।
চালকুমড়োর বড়া খেতে আমার দারুণ লাগে। আপনার বড়াগুলো আশা করি খুবই মজাদার হয়েছিল।
আপনি একবার স্টাফিং করে করতে পারেন। ছানার পুর বা নারকেল-পোস্ত শক্ত করে বাটা দুটো স্লাইসের ভেতরে ঢুকিয়ে একই ভাবে ভেজে নেওয়া। লিখতে লিখতেই জিভে জল এসে যাচ্ছে।
হ্যাঁ ছানার পুর ও নারকেল পোস্ত দিয়ে বানালে তো আরো বেশি সুস্থ হয়।জিভে জল আসার মতোই রেসিপি দিদি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করেছেন জন্য।