You are viewing a single comment's thread from:
RE: ফটোগ্রাফিঃ- সাতটি রেনডম ফটোগ্রাফি।
খাঁটি কথা বলেছেন, এখানে ব্লগিং করার কারণে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখি৷ বিশেষ করে অনেকের ক্ষেত্রেই দেখেছি যেমন তেম্ন ফটোগ্রাফি করলেও এখানে সবার দেখে বা নিজের আগের থেকে বর্তমানে আরও ভালো করার ইচ্ছেতে ক্রমশ উন্নতির দিকে এগোই৷
আপনার প্রতিটা ছবিই অপূর্ব হয়েছে৷ রঙ্গনে ভরে গেছে পুরো। আর এই রঙের থোকা জবাটা কী যে ভালো লাগে। উফফ দারুণ সব ছবি৷
সত্যি দিদি এখানে যতদিন কাজ করতেছি ততই শিখতেছি। আমি মনে করি এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতেছি প্রতিনিয়ত।
তাই তো। রোজই শিখি।