এবছর আমাদের এদিকে দানার প্রভাবে ফসল অনেক নষ্ট হয়ে গিয়েছে। এবং বন্যার কারণে বেশ কিছু জায়গা জুড়ে জল কিন্তু থেকেই গেছে। কারণ মেদিনীপুরের অনেক জায়গাতে জল নিকাশি ভালো না। সেই দিক থেকে আপনাদের মাঠভর্তি ধান দেখে মনটা খুশিতে ভরে উঠলো। আমরা তো কৃষি প্রধান দেশের মানুষ আমাদের কৃষিকাজ যত ভালো হয় সাধারণ মানুষের মুখে হাসি ততই উজ্জ্বল হয়। ছবিগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই প্রতিটা ছবি আলোকিত আনন্দের ছবি।
এটা সত্যি বলেছেন দিদি কিসে প্রধান দেশের মানুষের জন্য কৃষিকাজ যত ভালো হবে ততই সাধারণ মানুষের জন্য মঙ্গল। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।