You are viewing a single comment's thread from:

RE: গ্রামীণ জীবন।

দাদা, ভালো মন্দ দুই জায়গাতেই আছে। আমি নিজেও গ্রামের মানুষ। শহরের কালচার অনেকটা আলাদা হলেও গ্রাম্য রাজনীতি ভয়ানক। এখন গ্রামের মানুষরাও কেউ কারও উন্নতি সহজে সহ্য করতে পারে না।

আসলে দাদা ভালো থাকার কোন প্যারামিটার নেই। এটাই সমস্যার৷ প্রত্যেকেই নিজের অবস্থানের থেকে ওপরের অবস্থানের লোককে দেখে ভালোথাকার পথে আরও একধাপ এগিয়ে যেতে চায়। সন্তুষ্টি নেই যেন৷

এই অসন্তোষটাই জীবনের সব থেকে বড় সমস্যা৷ আগে মানুষের এক্সপোজার কম ছিল তাই সমস্যাও কম ছিল এখন মোবাইলের দুনিয়ার সকলে সব জেনে যায়। তাই চাহিদা, খুশি, সন্তুষ্টি কোন কিছুই থামে না কোথাও পৌছে৷