You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং // ভাইয়ের বিয়ের বাসর ঘর সাজানোর অনুভূতি
বিয়ের বাসর ঘর সাজানোর আলাই মজা রয়েছে। আপনার ভাইয়ের বন্ধুর ছবিটি বেশ উপভোগ্য। হা হা হা। আমরাও এমন করতাম৷ ফুলের দোকানদার কিন্তু আপনাদের সঠিক কথাই বলেছিলেন। টাটকা ফুল দিয়ে সাজালে তার সৌন্দর্য একদমই আলাদা লাগে দেখতে। এতদিন আমি ভাবতাম গাঁদা ফুল দিয়ে বোধহয় ভালো ডেকোরেশন করা যায় না । কিন্তু আপনারা নানান ধরনের পাতা এবং অন্যান্য ফুল সমেত গাঁদা ফুল নিয়ে যে ডেকোরেশন করেছেন সত্যিই চমৎকার লাগছে দেখতে ।
আপনার কাছে দেখতে ভালো লেগেছিল যেন বেশ খুশি হলাম আপু।