তুমি নিজেই হাঁসটা কাটলে? সকাল সকাল ঘর বয়ে এসে এভাবে হাঁস দিয়ে গেছে দেখে মনে হচ্ছে সেই পুরনো দিনের বিনিময় প্রথায় ফিরে গেছি যেখানে মানুষ একটা কিছু দিয়ে আরেকটা কিছু নিতো। তুমি ভালোই করেছো ওনার থেকে হাঁসটা নিয়ে কারণ উনি হয়তো কিছু আশা নিয়ে এসেছিলে এবং তুমি না নিলে আসাটা পূরণ হতো না। রান্নাটা তো বেশ জমিয়ে করেছ দেখছি রংটা কি সুন্দর হয়েছে।
আমি কাটিনি গো কেটে নিয়েছি তবে আমিও সাথে ছিলাম। হ্যাঁ আমার কাছে দেশি মুরগি,হাঁস,দেশি মুরগির ডিম নিয়ে আসে এবং আমি তা ফেরত দেই না কিনে নেই।