You are viewing a single comment's thread from:
RE: বান্দরবান ভ্রমণ: মেঘলা পর্যটন কেন্দ্র থেকে পাহাড়ি পেঁপে খেলাম।
পাহাড়ি পেঁপে নয় পাহাড়ি সবকিছুই খেতে অনেক আলাদা স্বাদের লাগে। একটা কথা ঠিক লিখেছেন পাহাড়ে যেকোনো সময়ে হাঁটতে একটু কষ্ট হয়। কারণ পাহাড়ের চড়াই উৎরাই পথ সমতলের থেকে একটু কঠিন। সাথে যেহেতু পাহাড় তাই সমতলের থেকে উঁচু এবং নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়। আমরা আবার সমতলের মানুষ তো তাই। তবে শীতকালে পাহাড়ে হাঁটতে মজা লাগে কারণ রোদের তাপ একটু কম থাকে। গরমকালে হলে গরমে সূর্যের তাপে পুড়ে আরো কষ্ট হবে। বর্ষাকালে পাহাড়ে যাওয়া যায় না কারণ জঙ্গলের অনেক পোকামাকড় সাপোপ থাকে এছাড়াও পথ পিচ্ছিল হয়ে যায়। সবদিক থেকে শীতকালেই ভালো।
এটা সত্যি বলেছেন দিদি পাহাড়ি পেঁপে নয় পাহাড়ি সবকিছুই অনেক টেস্ট হয়। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।