You are viewing a single comment's thread from:
RE: লাইফ স্টাইলঃ-নতুন বছরে নতুন বইয়ের পাতার ঘ্রাণ আর কিছু অতীত কথা।
এক জায়গায় নতুন বই লিখতে গিয়ে নতুন বউ লিখে ফেলেছেন। আর সেটা পড়ে আমার ভীষণ হাসি পেল। জানেন তো একটা প্রবাদ আছে, বই আর বউ হাতছাড়া হয়ে গেলে আর আসে না। অর্থাৎ ওই প্রবাদগত দিক দিয়ে বই ও বউ হল সমগোত্রীয়। যাই হোক আপনাদের যেমন ডিসেম্বর মাসে নতুন স্কুল নতুন বই এসবের স্মৃতি আমাদের এই স্মৃতিটা মে মাসের। তবে এ কথা আপনার সাথে সহমত যে নতুন ক্লাসে উঠলে নতুন বইয়ের আলাদাই অনুভূতি তৈরি হতো। আমাদের তো নতুন বই পেয়ে পড়ার ধুম বেড়ে যেত। ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ল আপনার লেখাটা পড়তে পড়তে।
নতুন বইয়ের সাথে নতুন বউ যে কিভাবে গলে গেল বুঝে উঠতে পারি নাই দিদি হি হি হি। আমরা যতই চেষ্টা করি এই ছোটখাটো ভুলগুলো অজানতে হয়ে যাই। খুব সুন্দর মতামত শেয়ার করলেন। সহযোগিতা করার জন্য ধন্যবাদ।