ভালোবাসার আবার দিন কি? ভালোবাসা প্রতিদিনের। যাকেই ভালোবাসি বা যে কোন জিনিসকেই ভালোবাসি তাকে তো আগাগোড়া ভালবাসবোই আর সেই ভালোবাসা আমার মনে হয় রোজই উদযাপন করা যায় আনন্দের মধ্যে দিয়েই হোক বা মন খারাপের মধ্যে দিয়ে। ভালোবাসা সেই মানুষটির জন্য সর্বত্রই বিরাজমান।