রমজান মাস সম্পর্কে আগে শুনেছিলাম তবে এত ডিটেলসে জানতাম না। আপনার পোস্ট পড়ে অনেক কিছুই জানলাম এবং শিখলাম। খাবার-দাবারের প্রতি লোভ-লালসা ছাড়ার সাথে সাথে মানুষকে জীবনেও অনেক আলোকিত দিকগুলোর দিকে লক্ষ্য করতে হবে এবং সব থেকে বড় কথা মানুষের জন্য সমাজের জন্য বাঁচতে হবে। এর থেকে ভালো আর কি বা হতে পারে। যারা সঠিকভাবে রমজান পালন করে অর্থাৎ এই এক মাসের ত্যাগ এবং ভালো থাকা বা ভালো মানুষ হয়ে থাকা তারা এক প্রকার অভ্যেস হয়ে যায়। ফলে পরবর্তীতে ও সমাজের জন্য বা মানুষের জন্য ভাবতে বা করতে কোন অসুবিধা হবে না। আপনি কি রমজানের আগাম শুভেচ্ছা জানাই খুব ভালোভাবে কাটুক আপনার এই এক মাস।
রমজান মাস আসলে ত্যাগের মাস,সমাজের আশেপাশের মানুষকে ভালোবাসার অভ্যাস করার মাস,জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে হাতে হাত রেখে চলার অভ্যাসের মাস।আর আমরা এই রোজার এক মাস যদি রোজার মাসের সব বিধিবিধান অনুযায়ী চলতে পারি তাহলে সারা বছর এই ভালো কাজগুলোর মধ্য দিয়েই চলার অভ্যাস গড়ে উঠবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি,আপনার মন্তব্যটি পড়ে অনেক অনেক ভালো লাগলো।