আপু আপনার চিন্তাভাবনাকে কুর্ণিশ জানাই। আপনি যে আপনার শাশুড়ির প্রচলন করা অলিখিত নিয়ম যা তিনি মন থেকে আর পাঁচটা বাড়ির বউদের জন্য করেছিলেন তা সত্যি পরিচয় দেয় শাশুড়ির বৃহৎ মনের। আর আপনি যে সেটাকে ধরে রেখেছেন তার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সংসারে একটা কথা প্রচলিত আছে যে মেয়েরাই মেয়েদের শত্রু সেই জায়গা থেকে আপনি অন্যান্য মেয়েদের কথা ভেবে শাশুড়ির প্রচলন করা কথাটি বয়ে নিয়ে যাচ্ছেন এটা সত্যিই সাধুবাদ জানানোর মত কাজ। ঈদের দিন আমরাও অনেক আমন্ত্রণ পেতাম এবং কখনো কখনো বন্ধুদের বাড়ি গিয়েছি তবে বেশিরভাগ সময়ে বাড়িতে খাবার পৌঁছে দিয়ে যেত।
মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।