গান:-এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই।

in আমার বাংলা ব্লগlast year (edited)

আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

Photo_1728998894596.png

বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে উপস্থিত হয়েছি।আর গানটির নাম হচ্ছেঃ- এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই।গেয়েছেনঃ মনু।আর আমি এই গানটি কভার করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।

প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য চিন্তা করে দেখলাম কোন গানটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই গানটি মাথায় আসলো। তখন এই গানটিকে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরলাম। আসলে আমি মনে করি গান হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান গেয়ে থাকি।

তবে একটা মজার ব্যাপার হলো অনেক সময় গান গাইতে গেলে আগের লাইন পরে, পরের লাইন আগে হয়ে যায়। বুঝতেই পারছেন প্রফেশনাল গায়ক নয় তাই।আজকেও হয়তো বেমিল হতে পারে। তবে সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।

আসলে আমি প্রফেশনাল গায়ক নই সেটা বলার বাকি থাকে না।আর আপনারা অবশ্যই জানেন যে, আমার বাংলা ব্লগে প্রফেশনাল গায়ক খুব কম সংখ্যক লোক রয়েছে।তবুও গান গাইতে থাকি যদি কখনো ভালো কিছু করা যায় । তবে একটা সময় অনেক গান গাইতাম, এখনো মাঝেমধ্যে গাই আর সেটি কয়েকটা কলি, পুরো গান গাওয়া সম্ভব হয়ে ওঠে না।তবে আজকে এই গানটি পুরো আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


গানটির নাম হচ্ছেঃ
এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই।
গেয়েছেনঃ
শিল্পী : মনু
গীতিকার : গৌতম সুস্মিত
কভারঃ
@nevlu123

এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই।👇

এই গানটি একটা সময় অনেক বেশি শুনতাম। হঠাৎ করে গানটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে গেয়ে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।


গানের কথা 👇

এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই
এই প্রেম অমর করে তাই রেখে যেতে চাই
জীবনের কাছে বলি বারে বারে,,
জীবনের কাছে বলি বারে বারে,,
তুমি নাওনা বুঝে এই সুরের ভাষা
আমি শুধুই তোমার
এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই
এই প্রেম অমর করে তাই রেখে যেতে চাই,,,
ভুল বুজে কতো দিন
দুরে সরে থাকবে
কবে কাছে এসে বলো
এ জ্বালা জুড়াবে
===============
ভুল বুজে কতো দিন
দুরে সরে থাকবে
কবে কাছে এসে বলো
এ জ্বালা জুড়াবে
★★★★★★★★
এই গানে সেই বেদনা
এই গানে সেই বেদনা
মুছে দিতে চাই
এই গান মনের খাতাতে
লিখে দিয়ে যাই
এই প্রেম অমর করে তাই
রেখে যেতে চায়
অভাগা কপাল তবুও
এতো কেন আশা
চাতকের মত মন
চায় ভালবাসা
অভাগা কপাল তবুও
এতো কেন আশা
চাতকের মত মন
চায় ভালবাসা
সেই ভাসনা গানের কথা
সেই ভাসনা গানের কথা
তোমায় বলে যাই,,,
এই গান মনের খাতাতে
লিখে দিয়ে যাই
এই প্রেম অমর করে তাই
রেখে যেতে চাই,,,
জীবনের কাছে বলি বারে বারে,,
জীবনের কাছে বলি বারে বারে,,
তুমি নাওনা বুঝে এই সুরের ভাষায়
আমি শুধুই তোমার।

♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣

তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

♥️আল্লাহ হাফেজ♥️

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিশদ বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
পোষ্টগান
মডেলM32
ফটোগ্রাফার@nevlu123
সম্পাদনাশুধু সেচুরেশন
অবস্থানবাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 last year 

অনেক সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার চমৎকার এই গান কভার করতে দেখে ভালো লাগলো। আপনার দারুণ কন্ঠ। আপনার কন্ঠে গান শুনতে খুব ভালো লাগে। ‌ আশা করব এভাবেই সুন্দর সুন্দর গান পরিবেশন করবেন আমাদের মাঝে।

 last year 

ভাইয়া আপনি প্রতি সপ্তাহে একটি করে গান কভার করেন জেনে খুশি হলাম। আপনার গান শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। গানের প্রতিটা লাইন খুব সুন্দর ভাবে গেয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

 last year 

আপনার কন্ঠে গাওয়া প্রতিটি গান আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর একটি গান পরিবেশন করেছেন। আপনি সব সময় পুরাতন গান গুলো পরিবেশন করার চেষ্টা করেন, এটা সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করছি ভবিষ্যতে আরো বেশি সুন্দর সুন্দর গান শুনতে পারবো।

 last year 

আপনার প্রত্যেকটা গান কভারের মতো এই গানের কভারটাও অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটা গানের কভার করেছেন। যেটা শুনে মনটা অনেক ভালো হয়ে গেল। আপনার গাওয়া গান গুলো আমি সব সময় শোনার জন্য চেষ্টা করি। আপনার কন্ঠে এরকম সুন্দর সুন্দর গানগুলো শোনার জন্য প্রতিনিয়ত অপেক্ষায় থাকবো।

 last year 

এই গানটা আগে কখনো শোনা হয়নি। বেশ দারুন একটা গান আপনি গিয়েছেন আজকে। আপনার কন্ঠে পুরো গানটা শুনে বেশ ভালো লাগলো। চমৎকারভাবে গানটা কভার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

প্রফেশনাল গায়ক না হয়েও খালি গলায় এত সুন্দর একটি গান পরিবেশন করেছেন শুনে অনেক ভালো লাগলো ভাই। আপনার কন্ঠে গানগুলো খুব ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর একটি পরিচিত গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আরে বাহ্ ভাইয়া, আপনি তো দেখছি অসম্ভব দারুন একটা গানের কভার করেছেন আজকে। আপনার আজকের কভার করা গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনি আজকে যে গানের কভারটা করেছেন এই গানটা আমি বেশ কয়েকবার শুনেছিলাম। তবে আমার কাছে আপনার খালি গলায় শুনতে একটু বেশি ভালো লেগেছে গানটি। পুরো গানের কভার হয়েছে জাস্ট অসাধারণ একেবারে। আপনি এত সুন্দর করে পুরো গানটার কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আমার প্রিয় একটা গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গানটা শোনার পরে এতটাই ভালো লাগলো যে আমি আমারও সেই জিতের সিনেমার গানটা শুনতে শুরু করলাম। গানটা যে কতবার শুনেছি তা বলে বোঝানো সম্ভব হবে না।

 last year 

আসলে গান গাইতে গেলে একটু উলট পালট হবে এটা স্বাভাবিক। তবে আপনার কন্ঠে এই গানটি শুনে বেশ ভালো লাগলো। যদিও এই গান গুলি আমার শোনা হয়নি কিন্তু আপনার কণ্ঠ বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এই গানটি খুব সুন্দর। জিৎ এর সাথী মুভির গান এটা। আপনি দারুণভাবে এই গানটি কভার করেছেন। বেশ ভালো লাগলো আপনার কন্ঠে এই গানটি শুনে। যাইহোক এতো চমৎকার একটি গান কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।