পৃথিবীতে আজ মানবতার বড়ই অভাব।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
পৃথিবীতে আজ মানবতার বড়ই অভাব। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।পৃথিবীতে আজ মানবতার বড়ই অভাব।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা, মন্দলাগা, নিজেদের চিন্তা,চেতনা, আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
আজকের এই আধুনিক যুগে আমরা অনেক কিছুতে উন্নতি করেছি যেমন প্রযুক্তি, শিক্ষা, জীবনযাত্রা বা আরো অন্যান্য সেক্টরেও অনেক উন্নতি হয়েছে । কিন্তু এক জায়গায় আমরা দিন দিন গরিব হয়ে যাচ্ছি আর সেটা হলো মানবতা।এক সময় মানুষ মানুষকে নিজ থেকে সাহায্য করতে এবং পাশে দাঁড়াত, প্রতিবেশীর খোঁজ রাখতো, অপরের কষ্টে পাশে দাঁড়াতো।
আর এখন মানুষ নিজের কাজ, নিজের সুবিধা নিয়েই ব্যস্ত।নিজে কিভাবে উপরের দিকে যাওয়া যায় সেদিকে ব্যস্ত তাতে করে কার ক্ষতি হচ্ছে কে ছোট হচ্ছে সেগুলো দেখার সুযোগ নেই।আবার অন্য কেউ বিপদে আছে কি না, কষ্টে আছে কি না তা দেখার সময় যেন কারো নেই।সবাই যার যার তালবাহানায় নিজেকে নিয়ে ব্যস্ত।
রাস্তায় একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলেও অনেকে পাশ কাটিয়ে যায়, সাহায্য করার চিন্তাটুকুও করে না।আর এখন তো এমন যুগ এসেছে যেখানে সাহায্যের হাত না বাড়িয়ে মোবাইল বের করে ভিডিও করা শুরু করে যেটা আরেকটি খারাপ দিক । ছোট ছোট শিশুরা না খেয়ে ঘুরছে, কেউ খেয়াল করছে না। অথচ অনেকেই মোবাইল, গাড়ি, দামি পোশাকে লাখ টাকা খরচ করছে। তবুও গরিব মানুষের জন্য এক টাকাও বের হয় না।
আজকাল অনেক মানুষ নিজেদের ধর্ম, জাত, ভাষা বা দল নিয়ে এত বেশি ব্যস্ত, যে তারা ভুলে যাচ্ছে আমরা সবার আগে মানুষ।আর সব ধর্মই আমাদের শেখায় মানবতা, অথচ মানুষ ধর্মের নামে মানুষকে কষ্ট দেয়।যেটা একদম অবান্তর এবং ও প্রত্যাশিত।কোন ধর্মে মানুষকে কষ্ট দেওয়ার কথা লিখা নেই। বরং মানবতার কথা সব ধর্মে লেখা আছে।
অনেক সময় অনেকে মনে করে মানবতা মানে টাকা দান করা,না মানবতা মানে শুধু টাকা দান করা নয়।মানবতা মানে কারো প্রতি সদয় হওয়া, কারো ভুল ক্ষমা করা, কারো পাশে দাঁড়ানো।আজকে যদি একজন মানুষ আরেকজনের মুখে একটু হাসি এনে দিতে পারে, তাতেই বড় কাজ হয়ে যায়।আর এটাও অদৃশ্য মানবতা যেটি হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আসলে এটাই মানবতা।
আজকের সমাজে সবচেয়ে বেশি দরকার এই মানবতার প্রচার এবং মানবিক মানুষ গড়ার আন্দোলন। কারণ মানবিক মানুষ মানবিক বিশ্ব রাষ্ট্রব্যবস্থা ছাড়া কোন কিছুই মানবিক করা সম্ভব হয়ে উঠবে না।সব দিক মানবতায় গড়ে তুলতে হলে আগে নিজেকে মানবিক হতে হবে এবং অন্যান্যকেও মানবিকতার দাওয়াত দিতে হবে । আমরা যদি সবাই একটু সহানুভূতিশীল হই, একজন আরেকজনকে সাহায্য করি, তাহলে সমাজ অনেক সুন্দর হবে।
আমরা যেন এমন এক সমাজ গড়তে পারি, যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না,কেউ একা কাঁদবে না, কেউ অবহেলিত হবে না।একটু ভালোবাসা, একটু সহানুভূতি, একটু মানবতার হাত বাড়িয়ে দিলেই বদলে যেতে পারে অনেক কিছু।বদলে যেতে পারে সমাজ রাষ্ট্র ও বিশ্বব্যবস্থা। আর এভাবেই মানবতার জয় হবে।সর্বোপরি এটাই বলব মানুষ মানুষের জন্য এটিই হোক আমাদের পরিচয়।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে নিজের মনের কিছু কথা তুলে ধরি। যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
আপনি ঠিক বলেছেন ভাইয়া, পৃথিবীতে আজ মানবতার বড়ই অভাব। মানবতার কোথায় নেই। মানবতার জন্য সবাই হাহাকার করছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
1 | https://x.com/Nevlu123/status/1915050972042461539
2 | https://x.com/Nevlu123/status/1915053237620953099
3 | https://x.com/Nevlu123/status/1915053458421633309
4 | https://x.com/Nevlu123/status/1915063819925348391
মানবতার অভাব প্রকট হলেও আমরা ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পরিবর্তন আনতে পারি। আশেপাশের মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হওয়া বা দান-খয়রাতের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি। আসুন আমরা সবাই নিজেদের অবস্থান থেকে চেষ্টা করি।