বাইকের ড্রাইভিং লাইসেন্স বানাতে গিয়ে বিড়ম্বনা।শেষ পর্ব
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
বাইকের ড্রাইভিং লাইসেন্স বানাতে গিয়ে বিড়ম্বনা।শেষ পর্ব |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আসলে বাইকের ড্রাইভিং লাইসেন্স বানাতে গিয়ে যে বিড়ম্বনার শিকার হলাম ভাবলাম তার কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করি।আমরা সব সময় নিজেদের ভালো লাগা মন্দলাগা আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
যখন বাড়িতে চলে আসলাম এর পরের দিন আমরা মোবাইলে এসএমএস পেলাম যে আমাদের ড্রাইভিং লাইসেন্স এর লিখিত পরীক্ষায় পাস করেছি।তারপর এর দুদিন পরে আবার একটি মেসেজ আসলো যে আপনি ড্রাইভিং লাইসেন্স এর জন্য এপ্লাই করুন।এরপরে আমরা যে লোকের মাধ্যমে কন্ট্রাক্ট করেছি সেই লোককে বাকি টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স এর জন্য এপ্লাই করতে বললাম।
এখন বিষয় হচ্ছে আমরা কন্ট্রাক্ট করার কারণে আমাদেরকে অতি দ্রুত মেসেজটা পাঠিয়ে দিয়েছে। যারা কন্ট্রাক্ট করেনি নিজে নিজে চেষ্টা করেছে তারা যদিও পাস করে তবুও ফেল দিয়ে দেয় এবং পরে আবারো ঘুরিয়ে ফিরিয়ে তারপরে লাইসেন্স দেয়। এটাই হচ্ছে কন্ট্রাক্ট করা আর নিজে নিজে করার মধ্যে পার্থক্য যেটা প্রথমে বলেছিলাম যে পরে আপনাদের মাঝে শেয়ার করব।
যাইহোক অবশেষে আরও কিছুদিন পর আবার এসএমএস আসলো যে আমাদের ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়েছে, আমরা কালেক্ট করার জন্য। তখন চিন্তা করলাম ফেনী অফিস থেকে নিয়ে আসবো। পরে আমার বন্ধু বলে না, যাওয়ার দরকার নাই ওরাই পাঠিয়ে দিবে। পরে দেখতেছি আরও দুইদিন পরে পোস্ট অফিস থেকে ফোন আসলো যে আমার একটি ড্রাইভিং লাইসেন্স সেখানে জমা হয়েছে।
তখন আমার কাছে আমার এড্রেস জানতে চায়। তখন আমি আমার অফিসের ঠিকানা দেওয়াতে ওই ব্যক্তি আমার অফিসে এনে লাইসেন্সটি দিয়ে যায়। আমার বন্ধুটি ছিল না তাই তার লাইসেন্সের কথা বলাতে সে বলল উনার বাবার নাম বলুন, তখন আমি ওর সাথে ভিডিও কলে কথা বলিয়ে দেওয়ার পর,তার বাবার নাম বলে ওর লাইসেন্সটিও আমি নিয়ে রাখলাম।
পরে বন্ধুকে ডেকে এনে তার হাতে দিয়ে দিলাম।সর্বোপরি ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতে গিয়ে যত সমস্যার সম্মুখীন হয়েছি, তবে লাইসেন্স হাতে পেতে এত সমস্যা হয়নি। খুবই ইজিলি হাতে পেয়ে গিয়েছি এটা অনেক বেশি ভালো লাগলো।তবে যারা কন্ট্রাক্ট ব্যতিরেকে লাইসেন্স বানাতে গিয়েছে তাদের মুশকিলটা আরো বেশি হয়েছে। কারণ আমরা যখন গিয়েছিলাম সেখানে এর আগে পরীক্ষা দিয়েছে এমন অনেক লোক ছিল।
আর তারাই বলেছিল যে তারা নিজে নিজে লাইসেন্সের জন্য এপ্লাই করেছে এবং তারা সবকিছু ঠিকঠাক দেওয়ার পরেও তাদেরকে ফেইল করে দিয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বলছি নিজে নিজে আমরা করলে আমাদেরও একই অবস্থা হতো ।যাইহোক আশা করছি পুরো ব্লগ যারা পড়েছেন অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই জানাবেন।
আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Nevlu123/status/1906750418224554417
https://x.com/Nevlu123/status/1906750627079921936
https://x.com/Nevlu123/status/1906751246628954310
https://x.com/Nevlu123/status/1906752092959810013
https://x.com/Nevlu123/status/1906753602418516377
নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স বানাতে গেলে প্রচুর ঝামেলা হয়। সব কাজ বাদ দিয়ে ড্রাইভিং লাইসেন্সের দিকেই ছুটতে হয়। তাই কন্ট্রাক্ট করাই ভালো। কারণ সবাই তো যার যার মতো ব্যস্ত। যাইহোক ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে তো দেখছি একেবারেই ঝামেলা হয়নি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।