স্বরচিত কবিতাঃ তোমার নেশায় মাতাল আমি।

in আমার বাংলা ব্লগlast month (edited)

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

20250701_102723.jpg

হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

স্বরচিত কবিতাঃ তোমার নেশায় মাতাল আমি।

লিখেছি আমি : @nevlu123

আজও তোমার নেশায় মাতাল আমি,
তোমার স্মৃতিতে ভাসি, যেন নদীর ঢেউয়ে থেমে থেমে।
তোমার চোখের সেই চাহনি,
আজও আমার নিশিতে আসে গোপনে।

তোমার হাসির সেই মায়া,
ভুলতে পারিনি কোনোভাবেই আজও যেন হয়ে আছে ছায়া।
তুমি ছিলে আমার জীবনের গান,
তোমায় ছাড়া লাগে সব শুন্য অবসান।

তুমি ছিলে আমার রোদেলা সকাল,
আজ তোমায় ছাড়া আমার কেবল অন্ধকারে চলাচল।
তোমার নরম কণ্ঠে ছিল শান্তির ছোঁয়া,
আজো সেই স্বরে মন খুঁজে পাওয়া।

দিন যায়, রাত যায়, তুমি মনে রয়ে যাও,
মন বলে,সারাটি ক্ষন আমার পাশে রও।
তোমার নামেই হৃদয় গায় গান,
তোমার তরেই হাজির আমার ওষ্ঠাগত প্রাণ।

তুমি ছিলে ভালোবাসার প্রথম পাঠ,
তোমার নেশায় আজও মগ্ন সেই রাত।
ভুলিনি একটুও তোমার ছোঁয়া,
আজো তোমার নামে বুকে বাঁধা ব্যথা, চোখে ধোঁয়া।

তুমি দূরে সরে গেলে হঠাৎ,
তবুও হৃদয়ে বাজে তোমার সুরের ঘনঘটা।
আজও তোমার নেশায় মাতাল আমি,
ভালোবাসি এখনো, যতই থাকো দূরে তুমি,
তুমিহীন আমি অবচিন্তায় নীরব ভূমি।



কবিতার সারমর্ম

প্রেমিকার অবর্তমান যেমন প্রেমিকের কাছে কষ্টকর হয়ে থাকে, তেমনি তার স্মৃতিগুলো সারা জীবন বয়ে বেড়ায়।ভালোবাসা পাওয়া না পাওয়ার আবেগ অনুভূতি এই কবিতায় বিদ্যমান ।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
images (2).png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemX

Sort:  
 last month 

খুবই ভালোলাগে আমার কাছে এই ধরনের কবিতা গুলো। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে তা পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সুন্দর হয়েছে আপনার এই কবিতাটি। বিশেষ করে যে কবিতাটা লেখার টপিকটা একটু বেশি সুন্দর ছিল। এরকম করে কবিতা লিখলে আমার কাছে অসম্ভব ভালো লাগে কবিতাগুলো পড়তে। আপনার কবিতাটা পড়তে পেরে অনেক ভালো লেগেছে আমার কাছে।

 last month 

এক অদ্ভুত আবেগ অনুভব হল আপনার কবিতাটি পড়ে। ভীষণ সুন্দর লিখেছেন আপনি এই কবিতাটি। তবে আপনি বরাবরই অনেক সুন্দর কবিতা লেখেন তাই আপনার কবিতা পড়তে সব সময় ভীষণ ভালো লাগে।

 last month 

এটা ঠিক বলেছেন ভাই সবারই ব্যস্ততায় সময় কাটছে। ব্যস্ততার মধ্যেও আমরা সবাই নিজের কাজে যুক্ত থাকার চেষ্টা করছি। আপনিও খুবই চমৎকার কবিতা নিয়ে হাজির হয়েছেন। কবিতা পড়ে ভালো লাগলো।

 last month 

Screenshot_20250701-235612_Chrome.jpg

Screenshot_20250701-235503_Chrome.jpg

Screenshot_20250701-235310_Chrome.jpg

Screenshot_20250701-234901_Chrome.jpg

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 last month 

ভাইয়া আপনার কবিতাগুলো সব সময় অসাধারণ হয়। আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।তোমার নেশায় মাতাল আমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। ভালোবাসা হচ্ছে এমন একজন না থাকলে অন্য জনের কাছেও ভালো লাগেনা। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে।