মিষ্টি পান আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। আর যখন মহেশখালী গিয়েছিলাম তখন ব্রিজের উপরে উঠলেই কয়েকটা মিষ্টি পানের দোকান ছিল। তবে যাওয়ার সময় একটা মিষ্টি পান খেতে খেতে মহেশখালিতে ঢুকলাম। আবার ফিরে আসার সময় আরো একটা মিষ্টি পান নিয়েছিলাম, কারণ এই পান আমার কাছে বেশ ভালো লেগেছিল। পরবর্তী যে পানটা নিয়েছিলাম সেটা স্টিমারে বসে খেতে খেতে আসলাম, আর সবার সাথে এনজয় করলাম। অন্যান্য পান তেমন একটা খাওয়া হয়নি তবে এই মিষ্টি পানের প্রতি আকর্ষণটা আমারও রয়েছে। তাছাড়া এই দোকানটা দেখে আমার তো ইচ্ছে করছে আপনাদের সাথে আড্ডায় মেতে উঠতে আবার।
মহেশখালীর পানের কথা তো গানেও শুনেছি ভাই। নিশ্চয় অনেক বিখ্যাত। আর খেতেও দারুন হবে। কোন দিন ঐদিকে গেলে অবশ্যই খেয়ে আসবো একটা। অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালোবাসা রইলো।
জি ভাই ও গুলাকে আবার আগুনি পানি ও বলা হয় এবং খেতে অনেক সুস্বাদু। ধন্যবাদ আমার মন্তব্যের গোছালো একটি ফিডব্যাক দেওয়ার জন্য।