RE: ভূমিকম্পের ভয়াবহতা ও আমাদের করণীয়।
তুরস্ক এবং সিরিয়াতে ভয়াবহ মাত্রার ভূমিকম্প হয়েছিলো আর সেই ভূমিকম্পে অনেক লোক মারা গেছে এবং অনেক বিল্ডিং ধুলোয় মিশে গেছে। ভূমিকম্পের কয়েকটি ভিডিও দেখলাম এটা দেখে আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছে। আসলে আপনার পোস্টটি পড়ে অনেকটা ভয়ও পেলাম কারণ 100 বছর পর যদি ১০০ বছর আগের ভূমিকম্পটি হয়, তাহলে বাংলাদেশের কি পরিমান ক্ষতি হবে সেটাই ভাবছি। কারণ বাংলাদেশে তো আর পরিকল্পনা বা পরিকল্পিত সিকিউরিটি না মেনে বিল্ডিং তুলে যাচ্ছে প্রতিনিয়ত। আর ঢাকা শহরে যে পরিমাণ বিল্ডিং রয়েছে বিশেষ করে পুরান ঢাকায়, এগুলোতো হালকা নাড়াচাড়া পড়লেই এসব ধুলোয় মিশে যাবে। আর ছড়ানো ছিটানো ঢাকা শহরে গ্যাস পাইপ গুলোর কথা বলছি। সেটা যদি বিস্ফোরণ হয় তবে সেগুলোকে নেভানোর মত ক্যাপাসিটি থাকবে কিনা সেটাও সন্দেহাতিত। এদিক থেকে ভূমিকম্পে যে শহরের মানুষ একটা নিরাপদ জায়গাতে বাসস্থান নিবে বা আশ্রয় নিবে সেই জায়গাটুকু ফাঁকা নেই ঢাকা শহরে। তাই একটু চিন্তিত হয়ে গেলাম আপনার পোষ্টটি পড়ে। তবে বাস্তবতা তুলে ধরেছেন ধন্যবাদ ভাই।
এই ধরনের ভূমিকম্প হলে ঢাকা শহর একটা মৃত্যুপুরীতে পরিণত হবে। সেখান থেকে কোন লোক বেঁচে বের হতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। হয় ভূমিকম্পে মারা যাবে না হলে আগুনে পুড়ে মারা যাবে।
একদম ঠিক বলেছেন ভাই যে যেভাবে পারছে সেভাবে গ্যাসের লাইন টেনে নিচ্ছে। আবার অবৈধ পন্থা অবলম্বন করে বড় বড় বিল্ডিং তুলছে, ফলে বিপদের সম্মুখীন হচ্ছে।