বর্তমান সময়টা ইন্টারনেট ছাড়া চলা একদমই অসম্ভব।আমি নিজেও বাইরে ব্যবহার করার জন্য সবসময় এমবি নিয়ে রাখি ফোনে।আর বাসায় তো কারেন্ট থাকুক বা না থাকুক সবসময় ওয়াইফাই থাকেই।আর রবি অ্যাপের মাধ্যমে প্রয়োজনমত এমবি নিয়ে রাখি,তাই আর সমস্যা হয় না।তবে আপনি এরকম একটা সমস্যার মুখোমুখি হয়েছেন,ব্যাপারটা সত্যিই খুব অপ্রিতিকর ছিল।
আসলে বর্তমান সময়ের সকলেরই ফোনে ইন্টারনেট থাকাটা অনেক বেশি জরুরী আর ইন্টারনেট ছাড়া আমি একদম চলতে পারিনা। সেদিন খুবই সমস্যায় পড়ে গিয়েছিলাম। আপনি হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছেন ধন্যবাদ।
জি ভাই ব্যাপারটা আসলেি কেমন কেমন। ধন্যবাদ আপনাকে মন্তব্যের ফিডব্যাক প্রদানের জন্য ভালো থাকবেন।