কোন কাজের সাধনা সহজ ব্যাপার নয় সেটা করতে গেলেই বোঝা যায়।ঠিক তেমনি দোতারার তালে তালে গান গাওয়াও যে বেশ সহজ কাজ নয় সেটা আপনি চেষ্টা করেছেন বলেই বুঝতে পেরেছেন। আসলে সব কাজগুলোই এমন। আমাদের কাছে সামনাসামনি দেখতে মনে হবে অনেক সহজ কিন্তু যখন নিজেরা করতে যাব তখনই কঠিন মনে হবে। দোতারার তালে তালে গানটা বেশ দারুন গেয়েছেন ভাই মনটা ভরে গেল একদম।
আপনার মন্তব্যের সঙ্গে একদম সহমত পোষণ করছি ভাই।