You are viewing a single comment's thread from:

RE: জীবনের গল্পঃ ইনসিকিউরিটি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কথাগুলো হক বলেছেন। তবে এটাই বাস্তবতা এবং এভাবেই কিন্তু চলছে চলবে। এখনকার বাচ্চাদেরকে যদি প্রশ্রয় দিয়ে, বা যদি প্রতিযোগিতায় না নামানো হয় তাহলে তারা পড়াশোনাও করবে না। আর তারা ভালো কিছুও করতে পারবে না।আবার একদিক থেকে তারা যখন বড় হবে তখন তারা বিষয়গুলো বুঝে নিতে পারবে। যদিও ছোটবেলা কিছুটা ইনসিকিউর থাকবে। আর বড় হলে সব বিষয় সে বুঝে ফেলবে। যেমনটা আমরা অনেক কিছু এখন বুঝি। আমাদেরকে একটা সময় বলা হতো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ না। এটা জাস্ট তখনকার সময়ে আমাদেরকে পড়ানোর জন্য একটি উৎসাহ মূলক বাণী ছিল। যদিও সেটি তখন বুঝতে পারতাম না,তবে এখন বুঝতে পারি।এরকম বাঁচ্চারাও ছোট থেকে বড় হতে হতে অনেক কিছু শিখে ফেললে বুঝে ফেলবে। যাই হোক অনেক ভালো ছিল বিষয়বস্তু। আর আপনি আপনার মত করে খুব সুন্দর ভাবে গুছিয়ে লিখেছেন। আমার অ্যাঙ্গেল থেকে আমি দুটো কথা বললাম ধন্যবাদ আপনাকে।

Sort:  
 2 years ago 

জি ভাইয়া এটা ঠিক বলেছেন। তবে বড় হওয়ার পরেও কিন্তু ইনসিকিউর ব্যাপারটা থেকেই যায়। কর্মক্ষেত্রে হোক আর শিক্ষাক্ষেত্রে হোক। যাক, ধন্যবাদ ভাইয়া 🌼

 2 years ago 

ওই যে বললাম বাস্তবতাই এমন, দিন দিন বাংলাদেশের যে অবস্থা হচ্ছে, বিশ্ব রাষ্ট্র ব্যবস্থার যে অধঃপতন হচ্ছে।যার ফলে প্রত্যেকটা মানবজীবন ইনসিকিউরিটির মধ্যে রয়েছে।আর এনসিকিউরিটির মধ্যে থেকে নিজেকে তো আর ফ্রেশ মাইন্ড এ রাখা সম্ভব নয় । যতদিন না মানবতার বিশ্ব রাষ্ট্রব্যবস্থা না ঘড়বে, ততদিনে এমনই থাকবে। ধন্যবাদ ভাই