রাসেল এবং নিশি দুজনের ভাগ্যের চাকা আলাদা হওয়ার কারণেই তারা একসাথে হতে পারেনি। ভার্সিটিতে গিয়ে প্রথম প্রেম এবং ভালোবাসার সম্পর্ক শুরু হয়। তবে শেষমেষ নিশিকে না পেয়ে রাসেল আত্মহত্যা করল। এটা আসলে কখনোই কাম্য নয়। ভালোবাসার মানুষকে পায়নি কিন্তু যে পরিবারে বড় হয়েছে সেই পরিবারের কথা ও সে চিন্তা করেনি। একপাক্ষিক ভাবে কোন কিছুই আসলে ভালো হয় না। যাই হোক ছোট গল্প হিসেবে ভালো লাগলো।খুব সুন্দর লিখেছেন ভাই।
আসলেই ভাইয়া, ভালোবাসার মানুষকে পায়নি তবে পরিবারের কথা চিন্তা করতে পারতো।
ঠিক ভাই ধন্যবাদ আপনাকে।