আসলে দাদা কোন মানুষই ভুলের উর্ধ্বে নয় ভুল ত্রুটির সমন্বয়ে মানুষ। ভুল করাটা দোষের কথা নয় তবে ভুলের উপর প্রতিষ্ঠিত থাকাটা দোষের।আবার ভুল করার পরে হতাশ হওয়া ঠিক নয় সেটাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। যাই হোক বেশ ভালো একটি টপিক নিয়ে লিখেছেন ধন্যবাদ দাদা।