অভিনয়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অভিনয় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে একমাত্র তারাই সুখে থাকতে পারে যারা অভিনয় করে বাঁচতে পারে। আসলে এই ধরনের মানুষকে আপনি সহজে বুঝতে পারবেন না যে তারা কষ্টে আছে না সুখে আছে। অর্থাৎ তারা যতই কষ্টে থাকুক না কেন তাদের অভিনয় দেখে আপনি কখনো ধরতে পারবেন না তাদের জীবনটা এত কষ্টের মধ্যে রয়েছে। এই মানুষগুলো সব সময় সমাজের বিভিন্ন মানুষের থেকে অনেক বেশি কষ্ট পেয়ে তারা জীবনে একাকী হয়ে গেছে। মানুষ আছে যারা সব সময় অন্য মানুষের কাছে ভালো হওয়ার অভিনয় করে। আসলে এই মানুষগুলো কখনো ভালো মানুষ হতে পারে না এবং ওই মানুষগুলোর থেকে আমরা সবসময় দূরে থাকার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব।
একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষের ক্ষতি করে তারা এমন অভিনয় করে যাতে করে তারা কোন কিছুই জানে না। আসলে এই মানুষগুলোকে কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারি না যে তারা কত খারাপ মানুষ। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই মানুষগুলোর থেকে যদি আমরা দূরে সরে থাকতে পারি তাহলে অবশ্যই জীবনে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কেননা এই মানুষগুলো কখনো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবে না এবং আমাদের জীবনটাকে সবসময় পিছনের দিকে টেনে রাখার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে।
এজন্য আমরা সব সময় এসব অভিনয় করা মানুষগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করব। যদিও যারা ভালো মানুষ তারা কিন্তু কখনো কোন কাজে কোন ধরনের অভিনয় করে না এবং তাদের দ্বারা যদি কোন ধরনের ক্ষতি হয়ে যায় তাহলে তারা সেই ক্ষতির জন্য অন্যের কাছে দুঃখিত হয় এবং সেই জিনিসটা পুনরায় সংশোধন করার জন্য তারা চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে ভালো হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা জীবনে ভালো মানুষ হতে পারি এবং এই ভালো মানুষ হয়ে জীবনে ভালো কাজ করতে পারি। কেননা আমরা যদি ভালো কাজ করতে না পারি তাহলে লোকজন আমাদেরকে ভালোবাসবে না।
একটা জিনিস আমাদের প্রতিনিয়ত মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের পাশে থেকে তাদের সকল দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করতে পারি এবং এই অভিনয়ের জগৎ থেকে খারাপ মানুষদেরকে বের করে এনে তাদেরকে বাস্তব জগতে নিয়ে এসে তাদেরকে ভালো জিনিস শেখাতে পারি তাহলে কিন্তু এই মানুষগুলো অবশ্যই জীবনে বড় হবে এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে সবসময় মনের থেকে ভালোবাসবে। আসলেই পৃথিবীতে আপনি সবার কাছ থেকে সবকিছু খুব সহজে পেতে পারলেও মনের থেকে ভালোবাসা কিন্তু আপনি কখনো সবার কাছ থেকে খুব সহজে পাবেন না। তাইতো জীবনে অভিনয় না করে বাস্তব জীবনের সাথে এগিয়ে চলা অবশ্যই আমাদের দরকার।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
@nilaymajumder, কেমন আছেন? আপনার "অভিনয়" নিয়ে লেখাটি খুবই গভীর এবং চিন্তাশীল! It's fantastic how you've explored the different facets of acting – both on stage and in everyday life. The idea that some people hide their pain behind a facade is something many can relate to, and you've articulated it beautifully.
I especially appreciate your focus on authenticity and the importance of being genuine. It's a valuable message! The বাংলা ব্লগ community is lucky to have your insightful contributions. Thank you for sharing your perspective, and I encourage everyone to share their thoughts on this intriguing topic in the comments below. Keep up the excellent work!