পৃথিবীতে এখন শান্তি নেই।

in আমার বাংলা ব্লগ10 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ পৃথিবীতে এখন শান্তি নেই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17576495416227389826770520572243.jpg



সোর্স


একটা জিনিস আমরা বর্তমান সময়ে সবাই বুঝতে পারছি যে এখন পৃথিবীর কোথাও কোনো ধরনের শান্তি নেই। অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন ধরনের অশান্তি চারিদিকে লেগে রয়েছে এবং এর ফলে কিন্তু আমরা বিভিন্নভাবে নিজেদেরকে সবসময় পিছনের দিকে পিছিয়ে রাখছি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি প্রকৃত শান্তি খুঁজে পেতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যাতে করে আমরা সবসময় ভালো কাজ করতে পারি এবং একে অন্যের উপকার করে আস্তে আস্তে করে নিজেদেরকে সাহায্য করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে একে অন্যের উপকার যদি আমরা না করতে পারি তাহলে আমরা কখনো পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারব না।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এখন পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তার সৃষ্টির হচ্ছে যার ফলে কিন্তু আমাদের দেশেও বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের অরাজকতার সৃষ্টি হচ্ছে। আসলে এই জিনিসগুলো মোটেও পৃথিবীর জন্য ভালো না এবং আমরা কিন্তু একটা আধুনিক জাতি হিসেবে নিজেদেরকে আরও কয়েক বছর পিছিয়ে ফেলছি। আসলে আমরা যদি সবসময় মানুষের কথা শুনে সেখান থেকে ভালো জিনিস গুলো গ্রহণ করে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে অবশ্যই শান্তি নিয়ে আসতে পারবো। খারাপ জিনিস একটা মানুষের মনকে সবসময় খারাপ করে ফেলে।


এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা এই খারাপ জিনিসের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি এবং একে অন্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে প্রত্যেকে একটা সুন্দর দেশ তৈরি করার জন্য চেষ্টা করতে পারি যেখানে আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা একটা সুন্দর পৃথিবী তৈরি করতে পারব এবং পুনরায় আবার পৃথিবীতে সে শান্তি ফিরিয়ে আনতে পারব। আসলে কিছু কিছু খারাপ মানুষের জন্য আমরা কিন্তু এখনো আমাদের দেশের শান্তি নিয়ে আসতে পারছিনা।


অর্থাৎ আমরা যদি সবাই মিলে একসঙ্গে চেষ্টা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই পৃথিবীতে পুনরায় শান্তি ফিরে আসবে এবং আমরা আমাদের এই পৃথিবীটাকে খুব সুন্দরভাবে আবার আগের মত তৈরি করতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি চাইলে কিন্তু যে কোন কিছু কখনো করতে পারবেন না বরং চাইলে আপনি সবসময় ভালো কাজ করতে পারবেন। আসলে যারা ভাল কাজ করে তাদের কি কিন্তু সবাই অনেক বেশি ভালোবাসে এবং তাদের চলার পথে অন্য মানুষগুলো সবসময় এগিয়ে চলার চেষ্টা করে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে পৃথিবীতে পুনরায় শান্তি ফিরিয়ে আনা যায় এবং সব সময় আমরা ভালো কাজ করতে পারি।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Wow, @nilaymajumder, this is a powerful and timely piece! It's so important to reflect on the state of peace in the world, especially now. I appreciate your emphasis on how individual actions – acts of kindness and striving for good – can contribute to a more peaceful world. The reminder that negativity can consume us is spot-on, and I love the call to increase love and build a beautiful country together. The world needs more positive messages like this. Your personal touch and the inclusion of your passions really make this post shine. Keep sharing your thoughtful perspective, and I encourage everyone to read this and share their thoughts on how we can all contribute to a more peaceful world! ধন্যবাদ!

 10 days ago 

আপনার ইপুশ ব্যালেন্স মাইনাস হয়ে গেছে, দ্রুত রিচার্জ করার অনুরোধ করা হলো। ধন্যবাদ

 10 days ago 

ধন্যবাদ দাদা।