হিসাব করে চলতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ হিসাব করে চলতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে সামনের দিকে সঠিকভাবে যদি আমরা এগিয়ে যেতে চাই তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের হিসাব করে চলতে হবে। অর্থাৎ আমরা যদি হিসাব করে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা না করতে পারি তাহলে কিন্তু আমাদের সামনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং সেই সমস্যার ফলে কিন্তু আমরা কখনো আর সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবো না। তাইতো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অনেক বেশি হিসাব করে চলতে হবে এবং আমরা যদি হিসাব করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব।
একটা জিনিস হয়তোবা আপনারা খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবনে কিছু কিছু লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যগুলো পূরণ করার জন্য তারা সব সময় কঠোর পরিশ্রম করতে ব্যস্ত থাকে। কোন মানুষের লক্ষ্য একটু ছোট থাকে আবার কোন মানুষের লক্ষ্য অনেক বেশি বড় থাকে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষের লক্ষ্য অনেক বেশি বড় রাখতে হবে যাতে করে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে না পারলেও সেই লক্ষ্যের কাছাকাছি ভালো কোন জায়গায় পৌঁছে দিতে পারি। আসলে হিসাব করে যদি আমরা সঠিকভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অবশ্যই সেই জায়গাটায় পৌঁছে যেতে পারবো।
একটা জিনিস আমরা সবাই খেয়াল করে দেখেছি যে যারা হিসাব করে জীবনের সামনের দিকে কখনো এগিয়ে চলতে পারে না তারা কিন্তু পরবর্তীতে আর কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা সব সময় লেগেই থাকে।অর্থাৎ আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যদি কোন কাজে হিসাব-নিকাশ করে না করেন তাহলে কিন্তু সেই কাজে বিভিন্ন ধরনের সমস্যা হবে এবং সেই সমস্যা গুলো সেই অবস্থায় আপনি কখনো সমাধান করতে পারবেন না। তাইতো প্রত্যেকটা কাজ করার আগে অবশ্যই আমাদের হিসাব করে নিতে হবে যে কোন কাজটি আগে পড়বে এবং কোন কাজটি পরে করব।
অর্থাৎ এইভাবে যদি আমরা হিসাব নিকাশ করে সামনের দিকে এগিয়ে চলতে পারি এবং আমাদের নিজেদের জীবনটাকে একটা শৃঙ্খলা তার ভিতরে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে অনেক বেশি উন্নতি লাভ করতে পারব এবং আমরা আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেহেতু ভালো একটা জায়গায় পৌঁছে দিতে চাই এবং এর জন্য তারা কঠোর পরিশ্রম করে তাই একটা জিনিস মনে রাখতে হবে যে এই কঠোর পরিশ্রমের পাশাপাশি প্রত্যেকটা জিনিস হিসাব করে চলতে হবে এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Greetings, @nilaymajumder!
Your post on the importance of mindful calculation in life truly resonated with me. The way you've articulated how planning and considering our actions can lead to a more fulfilling and successful life is insightful. I appreciate how you linked this concept to having ambitious goals and striving to achieve them through diligent effort and foresight.
The personal touch, along with the source citation and the charming closing GIFs, adds a unique warmth to your writing. আপনার কথাগুলো খুবই মূল্যবান! Keep sharing such thoughtful content with the community. I look forward to reading more of your posts! What strategies do you find most effective for staying organized and planning ahead?