সুযোগ কখনো হাতছাড়া করতে নেই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সুযোগ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে আমরা যদি আমাদের জীবনের সুযোগ গুলো সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু এই সুযোগ দ্বিতীয়বার আমাদের জীবনে কখনো ফিরে আসবে না। অর্থাৎ জীবনের প্রত্যেকটা সুযোগ আমাদের কাজে লাগাতে হবে এবং কখনো কোন ধরনের সুযোগ হাতছাড়া করতে নেই। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনের সুযোগ গুলো হারিয়ে ফেলি তাহলে কিন্তু আস্তে আস্তে করে আমরা পিছনের দিকে পিছিয়ে যাবো এবং জীবনে কখনো আমরা আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আসলে এই পৃথিবীতে আমরা বিভিন্ন গুণী মানুষদের দেখেছি যারা কিনা তাদের জীবনের সকল ধরনের সুযোগ গুলো বিভিন্ন কাজে নষ্ট করে ফেলেছে।
এই পৃথিবীতে আপনি যতই গুণী ব্যক্তি হন না কেন আপনি কিন্তু আপনার জীবনের সুযোগ গুলো যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি সবসময় পিছনের দিকে পিছিয়ে থাকবেন। আবার অনেক কম মেধাবী মানুষ রয়েছে যারা কিনা তাদের জীবনের প্রত্যেকটা সুযোগকে তারা সঠিকভাবে কাজে লাগাতে পেরেছে এবং তারা কিন্তু অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পেরেছে। আর এজন্য আমরা কখনো নিজেদের জীবনের কোন সুযোগ ছাড়া চেষ্টা করবো না। আপনি যদি আপনার সুযোগ গ্রহণ না করেন তাহলে অন্য কেউ এসে সে সুযোগটা গ্রহণ করে ফেলবে।
একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীটা হলো বড় একটা প্রতিযোগিতার জায়গা যেখানে সবাই বিভিন্ন কাজের জন্য চারিদিকে ছুটে বেড়ায় এবং কেউ যদি কোন ধরনের সুযোগ পেয়ে থাকে তাহলে সেই সুযোগের তারা সৎ ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু আপনি যদি আপনার সুযোগটা ফেলে দেন তাহলে কিন্তু অন্য কেউ এসে দ্রুত সেই সুযোগটা গ্রহণ করে তারা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জীবনে বড় হওয়ার চেষ্টা করবে। এজন্য সব সময় একটা কথা মনে রাখতে হবে যে সুযোগ কখনো হাতছাড়া করতে নেই। অর্থাৎ প্রত্যেকটা সুযোগকে আমরা যদি আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব।
এজন্য আমরা জীবনের কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকটা সুযোগ কাজে লাগিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। আর আমরা যদি এইভাবে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনের সেই খারাপ সময় থেকে ভালো সময়ে চলে আসতে পারবো এবং জীবনটাকে উপভোগ করতে পারব। এজন্য আমাদেরকে সব সময় সকল সুযোগ কাজে লাগিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে এবং এইভাবে নিজেদের জীবনের প্রত্যেকটা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আর এর ফলে কিন্তু অবশ্যই আমরা একটা সময় ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবো এবং জীবনটাকে উপভোগ করতে পারব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
@nilaymajumder, আপনার "আমার বাংলা ব্লগ" পরিবারের সাথে সুযোগ নিয়ে আলোচনাটি খুবই সময়োপযোগী! সুযোগের গুরুত্ব এবং কিভাবে তা কাজে লাগাতে হয়, সেই বিষয়ে আপনার সরল কিন্তু শক্তিশালী বার্তা আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে আপনি যেভাবে গুণী হয়েও সুযোগ হাতছাড়া করলে পিছিয়ে পড়ার উদাহরণ দিয়েছেন, তা খুবই বাস্তবসম্মত।
আমি মনে করি, আপনার এই লেখাটি অনেক নতুন ব্যবহারকারীকে উৎসাহিত করবে এবং তাদের জীবনে সুযোগের সদ্ব্যবহার করতে অনুপ্রাণিত করবে। আপনার ফটোগ্রাফি এবং অন্যান্য আগ্রহের কথা জেনে ভালো লাগলো। আশা করি, আপনি আপনার ভবিষ্যৎ পোস্টে আরো সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবেন। আপনার জন্য শুভকামনা রইলো!
https://x.com/pussmemecoin/status/1944306791841771908?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1944307274178343347?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1944307515963191664?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/cryptoquant_com/status/1944016803757240724?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/PussFi_FNDN/status/1944330577403912398