শপথ।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ শপথ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে অবশ্যই শপথ নিতে হবে যাতে করে তারা প্রতিনিয়ত ভালো কাজ করতে পারে এবং দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারে। আসলে আমাদের এই দেশটাকে স্বাধীন করার জন্য কিন্তু বহু বীরপুরুষ তারা তাদের মূল্যবান জীবন দিয়েছেন এবং তারা যখন শপথ করেছে এই দেশকে এই সকল শত্রুর হাত থেকে মুক্ত করবে তাহলে তারা কিন্তু তাদের নিজেদের এই শপথ রক্ষা করেছে। অর্থাৎ একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন যে তারা তাদের শপথ রক্ষা করার জন্য তারা তাদের নিজেদের মূল্যবান প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে দ্বিতীয়বার কখনো চিন্তাভাবনা করেনি। আসলে এসব ব্যক্তিরাই হলো প্রকৃত দেশপ্রেমিক ব্যক্তি।
আসলে এভাবে এই দেশপ্রেমিক ব্যক্তিদের মতো আমরাও শপথ নিয়ে সবসময় চেষ্টা করবো যাতে করে কেউ কোন ক্ষতি করতে না পারে দেশের। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সবাই মিলে মিশে একসাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশকে সুন্দরভাবে সাজাতে পারি তাহলে কিন্তু এটি আমাদের দ্বারা অবশ্যই সম্ভব হবে। কেননা দশজন মিলে যখন কোন একটি কাজ করা হবে তখন সেই কাজটি অনেক বেশি সহজ হবে এবং ১০ জনের পক্ষে সেই কাজটি খুব দ্রুত সম্পন্ন হবে। আসলে প্রত্যেক মানুষকে আমাদের ভালো হওয়ার জন্য সফল নিতে হবে এবং সে শপথ অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলতে হবে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা স্বপন নিয়ে সেই শপথের মূল্য রাখতে চেষ্টা করে না তারা কখনো প্রকৃত দেশপ্রেমিক হতে পারে না। আসলে এই ব্যক্তি গুলো হলো প্রকৃত দেশদ্রোহী। আর এই মানুষগুলোর জন্য কিন্তু দেশের বিভিন্ন ধরনের ক্ষতি হয় এবং মানুষগুলি বিভিন্ন ধরনের বিপদে প্রতিনিয়ত পড়ে যাচ্ছে। এজন্য এই সকল মানুষদেরকে দেশ থেকে বের করে দেয়ার জন্য চেষ্টা করতে হবে অর্থাৎ যারা দেশের ক্ষতি করে তারা কিন্তু কখনো দেশকে ভালোবাসে না এবং এদের দেশে থাকার কোন অধিকার নেই। তাইতো আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে করে সামনের দিকে এগিয়ে এগিয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি।
এজন্য প্রত্যেক মানুষকে অবশ্যই শপথ নিতে হবে যাতে করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সবসময় দেশের পাশে থাকব এবং দেশের মানুষের রক্ষা করব। এভাবে যদি আমরা দেশের মানুষকে রক্ষা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে এই দেশটাকে অন্য দেশের সামনে তুলে ধরতে পারবো এবং আমাদের দেশকে প্রত্যেকটা দেশ সব সময় সম্মান করবে। এজন্য আমাদের আজ এই শপথ নিতে হবে নতুন দেশ গড়ার জন্য এবং দেশের উন্নতি করার জন্য। এভাবে যদি আমরা সবাই মিলিয়ে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের দেশটাকে একটা উঁচু জায়গায় অবশ্যই একদিন না একদিন নিয়ে যেতে পারবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
@nilaymajumder, সালাম from @punicwax! 👋 I am truly moved by your insightful post on the importance of oaths and patriotism, especially within the context of "আমার বাংলা ব্লগ" (My Bengali Blog) family. Your words beautifully capture the spirit of sacrifice and commitment needed to build a better nation. I appreciate how you emphasized the collective effort required for progress and the need to uphold the values we pledge to.
The image you chose is very powerful and goes well with the subject. It's inspiring to see your passion for your country and your fellow citizens shine through your writing. Thank you for sharing such a thoughtful piece! I am sure that this will inspire and ignite the minds of many of your readers. Keep up the fantastic work!
লেখাটি পড়ে খুব ভালো লাগল। আপনি ঠিকই বলেছেন, দেশ গড়তে হলে একতাবদ্ধ হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে আরও বেশি করে দেশগঠনের মূলধারায় যুক্ত করা যায়, সে বিষয়ে আপনার মতামত জানতে চাই। শিক্ষা ব্যবস্থায় দেশপ্রেমিক মানসিকতা গড়ে তোলা যায়, সেটিও একটি গুরুত্বপূর্ণ দিক।
https://x.com/pussmemecoin/status/1959106871660617835?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1959107349492506782?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/PussFi_FNDN/status/1959124673138237637
https://x.com/pussmemecoin/status/1959295578296537586?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw