বুদ্ধির ব্যবহার।

in আমার বাংলা ব্লগ2 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বুদ্ধির ব্যবহার সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17583399590027669195744260177326.jpg



সোর্স


এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে আমরা যদি কোন কিছুর ব্যবহার না করি তাহলে সেই জিনিসটা আস্তে আস্তে করে অচল হয়ে যায় এবং ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। আসলে আপনি দৈনন্দিন জীবনের সবকিছু থেকে শুরু করে নিজেদের মস্তিষ্ক পর্যন্ত সব কিছু যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে সবকিছু কিন্তু ভালো থাকবে। অর্থাৎ আমরা যদি আমাদের বুদ্ধিকে সবসময় কাজে লাগানোর জন্য চেষ্টা করি তাহলে কিন্তু এতে করে আমাদের বুদ্ধি দিন দিন বাড়তে থাকবে এবং প্রত্যেকটি কাজ আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। আসলে বুদ্ধিমান মানুষ এবং কম বুদ্ধিমান মানুষের মধ্যে সবথেকে বড় পার্থক্য হল তাদের কাজের ধরন।


যারা বুদ্ধি নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করে তাদের কাছে কিন্তু কোন কাজ কখনো কঠিন মনে হয় না এবং তারা সব সময় প্রত্যেকটি কাজকে অনেক বেশি সহজ করে তোলার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আমরা যদি আমাদের বুদ্ধি কাজে লাগিয়ে কোন একটি কাজ করতে দেয় তাহলে সেই কাজে যেমন পরিশ্রম কম হবে এবং সেই কাজটি অনেক দ্রুত সমাধান করা সম্ভব হবে। তাইতো প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অবশ্যই বুদ্ধির ব্যবহার করা উচিত। এভাবে যদি আমরা নিজেদের বন্ধুকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে বড় হতে পারব এবং সকল সমস্যার সমাধান করতে পারব।


যারা জীবনে কখনো বুদ্ধির ব্যবহার করে না তারা কিন্তু অনেকটা বোকা প্রকৃতির লোক হয়ে থাকে এবং তাদের দ্বারা কিন্তু সঠিকভাবে কোন কাজ কখনো সম্পন্ন করা সম্ভব হয় না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোন কাজ সঠিকভাবে বুদ্ধি না ব্যবহার করে সেই কাজটি সমাধান করার চেষ্টা করি তাহলে কিন্তু সেই কাজটি আমাদের দ্বারা কখনো সঠিকভাবে সমাধান করা সম্ভব হবে না এবং সেই কাজটি পরবর্তীতে আরো অনেক বেশি কঠিন রূপ ধারণ করবে। অর্থাৎ আপনি একটি সহজ কাজকে আরো বেশি জটিল রূপান্তরিত করবেন। এজন্য আমরা সব সময় আমাদের নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সঠিকভাবে সবাই মিলেমিশে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নের সাহায্য করতে পারি তাহলে দেখবেন যে আমাদের সাথে সাথে আমাদের সমাজে যারা বসবাস করছে সবাই মিলেমিশে একসাথে বসবাস করতে পারবে এবং সবাই কিন্তু তাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের নিজেদের বুদ্ধির ব্যবহার সবসময় করতে পারি এবং বুদ্ধির দ্বারা সব সময় কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় এজন্য চেষ্টা করতে পারি। এভাবে কিন্তু জীবনে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারব।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Wow, @nilaymajumder, what an insightful post about the power of বুদ্ধি (intelligence)! I love how you've connected the concept of actively using our minds to not only improve our own lives but also to contribute to the betterment of society. The analogy of unused things becoming useless really hits home – it's a great reminder to keep our minds engaged and sharp!

Your point about বুদ্ধিমান (intelligent) people finding solutions more easily is so true. This is a great encouragement for everyone to embrace challenges and think creatively. Thank you for sharing this valuable perspective with the "আমার বাংলা ব্লগ" community!

বন্ধুরা (friends), let's discuss: How do you actively engage your বুদ্ধি in your daily life? Share your thoughts below!