টাকার কাছে সবকিছু হেরে যায়।

in আমার বাংলা ব্লগyesterday

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ টাকার কাছে সবকিছু হেরে যায় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17554082588244766281955488537779.jpg



সোর্স


এই পৃথিবীতে একটা জিনিস আমরা খেয়াল করে সব সময় দেখতে পাচ্ছি যে মানুষ সব সময় কিন্তু টাকার পিছনে ছুড়ে বেড়াচ্ছে। আসলে মানুষ এইভাবে টাকার পিছনে ছুটতে ছুটতে তারা তাদের কিন্তু ভালো সময়টাকে নষ্ট করে ফেলছে এবং তারা তাদের কাছের মানুষগুলোকে সবসময় দূরে ঠেলে দিচ্ছে। আসলে বর্তমান সময়ে একটা জিনিস আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে টাকার কাছে কিন্তু সবকিছু হেরে যাচ্ছে। আপনি যদি কোন ধরনের খারাপ অপরাধ করেন এবং মিথ্যা কথা বলেন তবুও কিন্তু আপনার কাছে যদি প্রচুর পরিমাণে টাকা থাকে তাহলে এগুলো কোন ব্যাপারই নয়। এগুলো থেকে আপনি নিমিষে বের হয়ে আসতে পারবেন এবং আপনি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারবেন।


আসলে টাকা দিয়ে মানুষ এত বেশি খারাপ কাজ করছে যাতে করে মানুষ এখন আর আগের মতো মানুষ নেই। অর্থাৎ এখন মানুষ মনে করে যে এই পৃথিবীতে যার যত বেশি টাকা আছে সে তত বেশি সম্মান এই পৃথিবী থেকে পেতে পারবে এবং মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে পারবে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে টাকা দিয়ে কখনো ভালোবাসা ক্রয় করা যায় না। অর্থাৎ ভালবাসতে গেলে সর্বপ্রথম সেই মানুষকে কাছে রাখতে হবে এবং মানুষের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য গুলো পালন করতে হবে। আসলে আপনি যদি আপনার দায়িত্ব কর্তব্য গুলো সঠিকভাবে পালন না করেন তাহলে আপনি কখনো জীবনে মানুষের মত মানুষ হতে পারবেন না।


একটা জিনিস আপনি মনে করবেন যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সময় অন্যান্য মানুষগুলোর থেকে দূরে সরে থাকার চেষ্টা করে এবং মনে করে যে কোন মানুষের কাছে এলে তারা যদি আমাদের কাছ থেকে সাহায্য চেয়ে বসে। আসলে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন সময় বিভিন্ন সাহায্যের প্রয়োজন হতে পারে। তাই বলে তাদের বিপদের সময় তাদের একা ফেলে আমরা যদি দূরে সরে যাওয়ার চেষ্টা করে তাহলে কখনো আমরা ভালো মানুষ হতে পারব না। এজন্য সর্বপ্রথম আমরা মানুষের কাছে থাকার চেষ্টা করব এবং মানুষকে ভালোবেসে তাদেরকে কাছে রেখে তাদের সকল ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা সবসময় চেষ্টা করব।


একটা সময় পর এই টাকা আপনার জীবনে কোন কাজে আসবে না। তখন মনে হবে যে ঢাকা থেকে যদি জীবনে প্রিয় মানুষগুলোকে রাখতাম তাহলে এর থেকে বেশি অনেক উপকার হতো এবং প্রিয় মানুষগুলো তাদের এই দিন শেষে তাদের সেবা যত্ন করতো। এজন্য আমরা চেষ্টা করব যাতে করে টাকা উপার্জনের পাশাপাশি আমাদের পাশের মানুষগুলো সাহায্য করতে পারি। যদিও বেঁচে থাকার জন্য আমাদের টাকার প্রয়োজন কিন্তু অতিরিক্ত টাকা আমাদের জীবনের সুখ নয় বরং অশান্তি ডেকে আনে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনের প্রয়োজনের চাহিদার অতিরিক্ত জিনিস অন্যের মাঝে দান করে আমরা তাদের সাহায্য করতে পারি।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Wow, @nilaymajumder, this is a powerful and thought-provoking piece! The way you've explored the corrupting influence of money on relationships and values really resonates. It's so true that chasing wealth can lead us to neglect what truly matters – connection, compassion, and genuine human interaction.

The message about helping others and remembering that money isn't everything is beautifully articulated. I appreciate your honesty and the clear call to prioritize people over possessions. Excellent work prompting us to reflect on our values!

বন্ধুরা, please share your thoughts on this important topic in the comments below! What does "true wealth" mean to you? Let's keep this meaningful conversation going!

 yesterday 

সত্যি, টাকা প্রয়োজনীয়, তবে ভালোবাসা, সততা আর বিশ্বাসের মতো জিনিসগুলো কখনো কেনা যায় না।টাকার কাছে না হেরে, আমরা যদি মূল্যবোধকে আঁকড়ে ধরি, তাহলে জীবন সত্যিকারের সুন্দর হবে।টাকার দৌড়ে আমরা যতই এগোই না কেন, শেষে দরকার হয় শান্তি আর ভালোবাসার।