কাজ করলে মন ভালো থাকে।

in আমার বাংলা ব্লগ6 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ কাজ করলে মন ভাল থাকা সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17579965860113487669049955738412.jpg



সোর্স


একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে আমরা যদি সব সময় বিভিন্ন ধরনের কাজের মধ্যে থাকি তাহলে আমাদের মন মানসিকতা অনেক বেশি ভালো থাকে। অর্থাৎ যারা সব সময় কাজ করে তাদের খারাপ দিকে তেমন একটা কোন ধরনের চিন্তা থাকেনা এবং তারা সবসময় নিজেদেরকে একটা কর্মব্যস্ত মনের মধ্যে রাখতে চেষ্টা করে। একটা জিনিস হয়তোবা আপনি খেয়াল করে দেখবেন যে এই সমাজে যারা অনেকটা অলস প্রকৃতির মানুষ তাদের মন কিন্তু কখনো ভালো থাকে না যেহেতু তারা কোন ধরনের ভালো কাজ কখনো করে না। এজন্য অলস মস্তিষ্ককে সব সময় সবাই শয়তানের কারখানা বলে থাকে। আসলে জীবনে সুখে থাকতে গেলে সব সময় আমাদেরকে কাজ করতে হবে।


আপনি যখন কাজ করবেন দেখবেন এতে করে আপনার মনের মধ্যে একটা আনন্দ সবসময় কাজ করবে এবং নতুন নতুন জিনিস যখন আপনি সমাধান করতে পারবেন তখন তো আপনার মনের আনন্দ আরও অনেক গুণ বেড়ে যাবে। একটা জিনিস আমরা সব সময় মনে রাখবো যে এই সমাজে বসবাস করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের মধ্যে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে। একটা জিনিস আমরা ভেবে দেখেছি যে এই পৃথিবীতে যারা সব সময় অলসের মতো জীবন কাটায় তার জীবনটা কখনো সুন্দর হতে পারে না এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায় এবং সে সমস্যা থেকে তারা বের হয়ে আসতে পারে না।


আসলে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে সর্বপ্রথম আমাদেরকে বিভিন্ন ধরনের ভালো কাজে অংশগ্রহণ করতে হবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি সবসময় ভালো কাজ করতে থাকি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে কোন ধরনের খারাপ চিন্তা ভাবনা কখনো চলে আসবে না এবং সব সময় ভালো জিনিস সম্পর্কে আমরা অনেক বেশি চিন্তাভাবনা করব। আসলে এই পৃথিবীতে এখনই ভালো মানুষের সংখ্যা অনেক বেশি কমে যাচ্ছে কেননা মানুষ এখন আর কখনো ভালো কাজ করতে চায় না। এইভাবে কিন্তু দেশের মানুষ গুলো আর ভালোভাবে কখনো বসবাস করতে পারে না এবং তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পায় যারা খেলা সব সময় বিভিন্ন ধরনের ভালো কাজ করতে ব্যস্ত থাকে এবং তাদের কাছে কোন খারাপ জিনিস আসলে তারা সেই জিনিস থেকে সবসময় দূরে সরে যায়। আসলে ছোটবেলা থেকে কিন্তু আমাদের সব সময় কাজের অভ্যাস করতে হবে এবং কাজের মধ্যে থাকতে হবে। আসলে আমরা যদি প্রতিনিয়ত এইভাবে কাজ করে দিতে পারি তাহলে দেখবেন যে একসাথে যেমন আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব ঠিক তেমনি আমরা আমাদের দেশকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এজন্য কাজ করলে আমাদের মন সবসময় ভালো থাকবে।



আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  

Wow, @nilaymajumder! This is a fantastic post about the importance of staying active and how work contributes to a positive mindset! I love your emphasis on how being engaged in meaningful activities keeps negative thoughts at bay and enriches our lives. The point about an idle mind being a devil's workshop really resonates! It is very true.

Your personal touch and the inclusion of your beautiful photography and personal introduction really makes this post stand out. Thank you for sharing such an insightful perspective with the "আমার বাংলা ব্লগ" community.

Readers, what are some activities that help you maintain a positive and productive mindset? Share your thoughts in the comments below! Let's keep this great conversation going!