রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি আপেল তৈরি করেছেন। আপনার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। কাগজ এত সুন্দর ভাঁজ করে করে আপনি এই আপেলের অরিগামিটি তৈরি করেছেন যা দেখতে একদম আপেলের মতনই লাগছে। ভীষণ সুন্দর করে তৈরি করেছেন আপনি এই আপেলের অরিগামী।
রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর একটি আপেল তৈরি করেছেন। আপনার দক্ষতা সত্যিই প্রশংসনীয়। কাগজ এত সুন্দর ভাঁজ করে করে আপনি এই আপেলের অরিগামিটি তৈরি করেছেন যা দেখতে একদম আপেলের মতনই লাগছে। ভীষণ সুন্দর করে তৈরি করেছেন আপনি এই আপেলের অরিগামী।
অরিগ্যামি মানেই কাগজে ভাঁজের খেলা। তাই কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে আপেলটি বানিয়েছি।আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।