কাঁঠাল দিয়েছে বড়া তৈরি করা যায় সেটা আগে জানতাম না আমি তো কাঁঠাল এমনি খেয়ে নি। তবে আজকে আপনার এই চমৎকার রেসিপিটি দেখে জানতে পারলাম যে কাঁঠালেরও বড়া করা যায়। দেখে মনে হচ্ছে সুস্বাদুই হবে খেতে। তবে যেহেতু কখনো খাওয়া হয়নি তাই খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে আপনার এই সুন্দর সুস্বাদু বড়া গুলি দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক সুস্বাদু কাঁঠালের বড়া।বানিয়ে খেলে বুঝবেন কতোটা সুস্বাদু।