জীবনের সিদ্ধান্ত ভুল হলে আর রক্ষা নেই।

in আমার বাংলা ব্লগ19 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17550056176692264014915667424396.jpg


সোর্স



আমাদের প্রত্যেকের জীবন অনেক সুন্দর। সুন্দর জীবন নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকাই আমাদের প্রত্যেকের লক্ষ্য। তাই এই সুন্দর জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত অনেক সুন্দর ভাবে বিচার বিবেচনা করে নিতে হয় সুন্দরভাবে জীবন কাটানোর জন্য। আমাদের জীবনে একবারই জন্ম হয় এবং একবারই মৃত্যু হয়। বারবার যেহেতু আমরা মারা গিয়ে আবার এই পৃথিবীতে নতুন জীবন নিয়ে বেঁচে ফিরতে পারবো না তাই অনেক ভেবেচিন্তে আমাদের এ জীবনটা অতিবাহিত করতে হবে এবং জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে হবে। কোনভাবে যদি আমাদের জীবনের যেকোনো একটি ছোট সিদ্ধান্তও ভুল নিয়ে ফেলি তবে ওই ছোট্ট সিদ্ধান্তের জন্যই আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে। আর এই পরিবর্তন হতে পারে কম খারাপ আবার হতে পারে অনেক বেশি খারাপ। যেমন যদি আমরা কোন ভুল মানুষের সাথে বন্ধুত্ব করে নিই তাহলে সেই মানুষটি আমাদের ভালো মানসিকতার এবং সহজ সরল ব্যবহার দেখে আমাদের সুযোগ নিতে পারে যা আমাদের জন্য অল্প ক্ষতিকর হতে পারে। আবার দেখা গেল তাদের বিভিন্ন স্বার্থের কাজে আমাদের এমন ভাবে ব্যবহার করতে শুরু করল যে আমরা তাদের মতিগতি বুঝতে পারলাম না এবং আমাদের নিজেদের জীবনের অনেক বেশি ক্ষতি করে ফেললাম।


আমরা যদি আমাদের জীবনের বিভিন্ন স্তরের কখন কি করা উচিত সেই সিদ্ধান্ত নিতে ভুল করি তবে আমাদের জীবনটা পুরোটাই ওলট-পালট হয়ে যাবে। যার ফলে আমাদের ওই সিদ্ধান্তের জন্য সারা জীবন ভুগতে হবে। আমরা যদি সঠিক বয়সে অর্থ উপার্জনের সিদ্ধান্ত না নিয়ে তবে আমাদের জীবনটাকে বেকারত্ব গ্রাস করবে এবং জীবনটা অনেকটাই অর্থহীন হয়ে যাবে। আবার আমরা যদি আমাদের জীবনসঙ্গী আমাদের জীবনে আনার সিদ্ধান্ত ভালোভাবে চিন্তাভাবনা করে এবং সঠিক মানুষ দেখে ভালোভাবে বিবেচনা করে না নিয়ে থাকি তবে আমাদের জীবন একদম নরকে পরিণত হবে। কোথায় কোন পরিবারে আমরা জন্মগ্রহণ করব সেটা আমাদের নিজেদের সিদ্ধান্ত না থাকলেও কোথায় কোন ফ্যামিলির সাথে আমরা সম্পর্ক তৈরি করব সেটা অবশ্যই আমাদের নিজেদের সিদ্ধান্ত, আর একটি ছেলে এবং একটি মেয়ের বিবাহের পর একদমই নতুন একটি জীবন শুরু হয়ে যায় যা আগেকার জীবন থেকে পুরোপুরি ভিন্ন এবং আলাদা। একটি ছেলে বিবাহের পর তার নিজের পরিবারের সাথেই থাকে যার ফলে তার খুব একটা সমস্যা না হলেও একটি মেয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকে।


একটি মেয়ে বিবাহের পর তার পুরো পরিবার ছেড়ে সেই ছেলের পরিবারকে নিজের পরিবার হিসেবে মেনে নেয় এবং তার পুরো পরিচয় পরিবর্তন করে নেয়। অর্থাৎ বিবাহের পর একটি মেয়ের পুনর্জন্ম হয়ে যায়। আর এই পুনর্জন্মের সিদ্ধান্ত অর্থাৎ জীবনসঙ্গী নির্বাচনের সিদ্ধান্ত যদি সঠিক হয় তবে জীবনটা সুন্দর আর যদি ভুল হয়ে যায় তবে সেই জীবনে বেঁচে থাকা আর মারা যাওয়া সমান হয়ে যায়। আসলে আমাদের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নেওয়া উচিত। আমরা যদি অর্থের লোভে ভুল পথে চলে যাই অর্থাৎ কেউ আমাদের অনেক বেশি অর্থের লোভ দেখিয়ে যদি কোন খারাপ কাজ করার অফার দেয় এবং আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই খারাপ কাজটি আমরা করবো তাহলে আমাদের সেই সিদ্ধান্ত আমাদের সারা জীবনটাকে নষ্ট করতে একটুও পিছুপা হবে না। জীবনে অনেক ছোট ছোট সিদ্ধান্ত এমন আছে যা প্রতি পদক্ষেপেই ভেবেচিন্তে নিতে হয় না হলে ওই ছোট সিদ্ধান্ত অনেক বড় বড় বিপদকে আমন্ত্রণ করে আনে। কোন বাড়িতে আমরা বসবাস করবো সারা জীবন সেই সম্পর্কেও অনেক কিছু ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থাকে।


আসলে অনেক মানুষ মনে করে যে অনেক বড় বড় বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলেই হয়তো বেশি ভাবনা চিন্তা করতে হয়। ছোটখাটো যেকোনো বিষয়ে অনায়াসেই সিদ্ধান্ত নেয়া যায় কিন্তু এমনটি কখনোই নয়। যেকোনো ছোটখাটো বিষয়ে আমাদের জীবনে অনেক বেশি ক্ষতি করে যেতে পারে যা বড় কোন ঘটনাকেও হার মানতে পারবে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন অনেক সময় আসে যে সময় আমরা ভাবতে বাধ্য হই যে জীবনটাকে যদি আবার রিভার্স করা যেত তবে আমরা এই সিদ্ধান্তটা না নিয়ে অন্য কোন সিদ্ধান্ত নিতাম, বা এই কাজটা না করলেই ভালো হতো তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হত। আসলে জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে পস্তানোর থেকে ভালো সিদ্ধান্ত নেওয়ার আগেই সময় নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করে নেওয়া। কারণ একবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললে ফিরে আসার উপায় থাকে না এবং জীবনের আর রক্ষা নেই।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।