জীবনে ক্রিয়েটিভিটি থাকা খুবই প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17583491877356316753112877654107.jpg


সোর্স


আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে অনেক সুন্দর ভাবে কাটাতে চাই। আমরা চাই আমাদের জীবনে যেন অনেক বেশি শান্তি থাকুক এবং আমাদের মনের ইচ্ছা পূরণ হোক। আমরা অনেক সময় বিভিন্ন কাজের ঝামেলা এবং ব্যস্ততার মধ্যে বিরক্ত হয়ে পড়ি এবং ভাবি যদি একটু শান্তভাবে শান্তিতে থাকতে পারতাম জীবনে কোন ব্যস্ততা আবার কাজের ঝামেলা না থাকতো তবে হয়ত খুবই ভালো হতো। তবে একটু শান্ত মাথায় ভাবলে বা বেশ কয়েকদিন নির ঝামেলায় শান্তিতে একা ঘরে দিন কাটালেই বোঝা যাবে যে সেই ব্যস্ততার জীবন এবং ঝামেলা আমাদের কত প্রয়োজনীয়। আসলে আমাদের জীবনে সবকিছুই প্রয়োজনীয়, ভালো খারাপ সব মিলিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণ করে তোলে। আমরা যদি সব সময় সুখে শান্তিতে থাকি তবে আমরা একটা সময় এসে সেই সুখ শান্তিকে মোটেও ভালো জিনিস বা শান্তি বলে মনে করব না, তাই আমাদের মাঝে মাঝে একটু অশান্তি দিতেই থাকে আমাদের সৃষ্টিকর্তা। আসলে আমরা ব্যস্ততা এবং ঝামেলার মধ্যে দিয়ে দিন কাটাই বলেই সুখ শান্তিকে এত ভালো বলে মনে করি, আবার দীর্ঘদিন যদি সুখ শান্তিতে কাটাই তখন আমরা অবশ্যই ঝামেলা এবং ব্যস্ততাকে অনেক বেশি মিস করবো এবং সেটাকে অনেক সুন্দর জীবন বলে মনে করব।


আসলে আমাদের জীবনে ক্রিয়েটিভিটি থাকা খুবই প্রয়োজনীয়। কারণ আমাদের জীবনে যদি কোন প্রকার ক্রিয়েটিভিটি না থাকে তবে আমাদের জীবনটা অনেক বেশি পান্তা ভাতের মত হয়ে যাবে। আসলে পান্তা ভাত তাও অনেক সুস্বাদু হয়ে থাকে কিন্তু ক্রিয়েটিভিটি ছাড়া আমাদের জীবনটা একদমই পানসে এবং স্বাধীন উদ্দেশ্য হীন একেবারেই প্রাণহীন মনে হতে থাকবে। জীবনে ওঠা নামা, ব্যস্ততা শান্ত থাকা, ভীষণ কাজের চাপ প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনকে অনেক সুন্দর করে তোলে। আর তার সাথে আমরা যদি আমাদের জীবনে সব সময় ক্রিয়েটিভিটি যুক্ত করতে থাকি তবে আমাদের জীবনটা হয়ে ওঠে অনেক বেশি সুন্দর। আসলে আমাদের জীবনে সব সময় বিভিন্ন বিষয় নিয়ে ক্রিয়েটিভ কাজ করতে থাকা উচিত তবে আমরা আমাদের নিজেদের দক্ষতা অনেক ভালোভাবে বুঝতে পারব, এবং তার সাথে সে ক্রিয়েটিভ কাজের মধ্য দিয়ে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে কাটতে থাকবে। আমরা যদি আমাদের জীবনে এ ক্রিয়েটিভিটি যুক্ত না করি এবং প্রতিদিন যদি একই রকম দিন কাটাতে থাকি অর্থাৎ সকাল থেকে শুরু করে রাত অব্দি প্রতিদিন একই রুটিনে চলতে থাকি তবে একটা সময় এমন আসবে যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে একদম হাপিয়ে উঠবো এবং আমাদের জীবনটা আমাদের খুবই বোরিং এবং প্রাণহীন মনে হবে।


আর এইসবের কারণে আমাদের জীবনটা আমাদের কোনোভাবেই ভালো লাগবে না এবং অন্যের জীবন আমাদের অনেক বেশি পছন্দ হতে থাকবে। তাই আমাদের সব সময় দৈনন্দিন একঘেয়েমি রুটিন থেকে বেরিয়ে প্রতিদিন অন্যরকম ভাবে কাটানো উচিত। প্রতিদিনের রুটিন একটু পরিবর্তন করা খুবই প্রয়োজন এবং নতুনত্ব কিছু আমাদের দৈনন্দিন জীবনে যুক্ত করা উচিত। আমরা যদি আমাদের প্রতিদিন তাকে একটু আলাদা করতে সক্ষম হয় এবং সুন্দরভাবে ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে দিন কাটানোর চেষ্টা করি তবে আমাদের প্রতিদিন অনেক সুন্দর হবে এবং একঘেয়েমি কখনই লাগবে না। আমাদের জীবনে যখন আমরা ক্রিয়েটিভিটি যুক্ত করতে পারবো তখনই আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারব আর এর ফলে আমাদের জীবনটা আমাদের কাছেই অনেক সুন্দর অনুভব হবে এবং আমাদের নিজেদের প্রতি নিজেদেরই এক অন্যরকম ভালোবাসার সৃষ্টি হবে। আসলে আমাদের দৈনন্দিন জীবন আমাদেরকে গড়ে নিতে পারে আবার ভেঙে ফেলতে পারে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবন কেমন ভাবে অতিবাহিত করছি তার ওপর নির্ভর করে আমাদের মানসিক স্বাস্থ্য।


আমরা যদি প্রতিদিন কিছু ভালো এবং নতুন নতুন কাজ করার মধ্য দিয়ে কাটাতে থাকে তবে আমাদের মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে যার ফলে আমাদের শরীরও অনেক ভালো থাকবে। ভালো কোন কাজ করতে পারলে নতুন কোন কিছু সৃষ্টি করতে পারলে মন থেকেই এক অদ্ভুত শান্তি পাওয়া যায় এবং আরো ভালো ভালো কাজ করার এবং নতুন কাজ করার উৎসাহ পাওয়া যায় যার ফলে আমরা আমাদের জীবনে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হব। তাই আমাদের প্রতিনিয়ত ক্রিয়েটিভিটির মধ্যে থাকা উচিত এবং প্রতিদিন একটু ভিন্নভাবে অর্থাৎ একঘেয়েমি প্রতিদিনের রুটিন থেকে বের হয়ে একেক দিন একেক রকম করে অতিবাহিত করা উচিত। তবে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে এবং আমাদের জীবনের প্রতি ভালোবাসা তৈরি হবে আর সাথে এই পৃথিবীটা অনেক সুন্দর লাগবে আমাদের কাছে। আমাদের এই ক্রিয়েটিভিটি পারে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এবং জীবনে অনেক সাফল্য এনে দিতে তাই আমাদের সবসময় ক্রিয়েটিভিটির মধ্যে থাকা উচিত যাতে আমরা সুন্দরভাবে বাঁচতে পারি। আর তার সাথে অন্যদেরকেও ক্রিয়েটিভ জীবন যাপন করতে উৎসাহ দেওয়া উচিত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 2 days ago 

ভালো-মন্দ মিলিয়ে আমাদের জীবন। আমরা অনেক সময় জীবনের অনেক কিছু পাই আবার অনেক কিছু হারিয়ে ফেলি। সত্যিই আপু ক্রিয়েটিভিটি খুবই ভালো একটি গুন।