অর্থ সম্পত্তি।

in আমার বাংলা ব্লগ12 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17589504628266227066746237692867.jpg


সোর্স



আমাদের প্রত্যেকের জীবনে অর্থ সম্পত্তি খুবই প্রয়োজনীয় একটা জিনিস কারণ আমাদের সুন্দরভাবে জীবন যাপন করার জন্য এই অর্থ সম্পত্তি খুবই প্রয়োজনীয় বর্তমান সময়ে। কিন্তু প্রত্যেকটা জিনিসের যেমন একটা পরিমাণ আছে তেমন আমাদের প্রয়োজনের ও একটা নির্দিষ্ট পরিমাণ আছে। যে পরিমাণ অর্থ সম্পত্তি উপার্জন করলে আমরা মৃত্যু পর্যন্ত সুন্দর ভাবে জীবন যাপন করতে পারব এবং আমাদের তেমন কোন অভাব হবে না। কিন্তু বর্তমান সময়ের মানুষদের কোন নির্দিষ্ট সীমা নেই লোভ-লালসা এবং চাহিদার। আর এই নির্দিষ্ট সীমা না থাকার কারণেই প্রতিনিয়ত মানুষ খুবই লোভী হয়ে উঠছে যার ফলে ঘটে চলেছে তাদের জীবনে অশান্তি আর অনেক অঘটন। অতীতে আমরা দেখেছি এমন একটা সময় ছিল যখন মানুষ খুব বেশি অর্থ-সম্পত্তি সম্পর্কে চিন্তাভাবনা করত না। তারা প্রতিদিন উপার্জন করত এবং কিছু দিয়ে তারা দিন চালাত এবং অতিরিক্ত তারা রেখে দিত কিন্তু কখনোই লোক করত না বা আরও বেশি চাহিদা প্রকাশ করত না। সুন্দরভাবে দিন চলছে এবং পেটে খিদে পেলে সে খেতে পারছে এবং ক্ষুধা নিবারণ করতে পারছে শরীর ঢাকার বস্ত্র পাচ্ছে সেটাই তাদের জন্য যথেষ্ট ছিল। প্রচুর কিছু চাহিদা আগেকার মানুষের কখনোই ছিল না।


আগেকার সময় যেটুকু মানুষ উপার্জন করত সেটুকুতেই সুখী হয়ে সুন্দর ভাবে জীবন যাপন করতো এবং দেখা যেত তারা অনেক সুখী এবং খুশি হয়ে বেশ আনন্দে বাঁচতো। কিন্তু দিন গেছে মানুষের লোভ-লালসা বেড়ে গেছে এবং মানুষের মনে হিংসা জন্ম নিয়েছে। লোভ লালসা বেড়ে যাওয়ার কারণে মানুষের সেই যথেষ্ট উপার্জন যথেষ্ট বলে মনে হয় না, আরো অনেক বেশি অর্থ সম্পদের লালসা দেখা যায় আর তার সাথে অন্যের থেকে বেশি অর্থ সম্পদের অধিকারী হওয়ার মনমানসিকতা তৈরি হয়। মানুষ প্রতিনিয়ত অন্যদের হিংসা করে ছোট করে এবং নিজেকে অনেক অর্থ প্রতিপত্তি প্রমাণ করায় ব্যস্ত হয়ে যায় যার ফলে আগেকার সময় মানুষের মনে যে শান্তি এবং জীবনে আনন্দ ছিল সেটা কোনোভাবেই আর থাকতে পারে না। অতিরিক্ত লোভ লালসা এবং হিংসার কারণে মানুষের মনে শান্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। অতিরিক্ত ধন-সম্পত্তির অধিকারী হওয়ার কারণে মানুষের মনে এক অহংকারের সৃষ্টি হয় যা তার জীবনে ধ্বংসের অনেক বড় কারণ। অর্থ সম্পত্তি যেমন মানুষের জীবন সুন্দর করে দেয় তেমনি অতিরিক্ত অর্থ সম্পত্তি মানুষের জীবনের সুখ শান্তি পুরোপুরি কেড়ে নিতে পারে।


আমাদের জীবনে অর্থ সম্পত্তি যেমন সুখের চাবিকাঠি তেমনি বিভিন্ন সমস্যার কারণ ও হয়ে বসে। অতিরিক্ত অর্থ সম্পদ হলে সেগুলো চুরি ডাকাতি হওয়ার ভয় আমাদের প্রতিনিয়ত লেগেই থাকে। লোভ লালসা এত পরিমাণ বেড়ে যায় যে অতিরিক্ত অর্থ উপার্জন করার যে নেশা সেটা আমরা কোনভাবেই কন্ট্রোল করতে পারি না যার ফলে আমরা অর্থ সম্পদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ি এবং আমাদের মানসিক শান্তি একদমই নষ্ট হয়ে যায়। অতিরিক্ত অর্থ সম্পত্তি অর্জনের চেষ্টায় আমরা আমাদের কাছের মানুষকে সময় দিতে পারি না এবং দূরে সরিয়ে দিয়ে থাকি নিজের অজান্তেই। যার ফলে আমরা আমাদের কাছের প্রিয় মানুষদের থেকে অনেক বেশি দূরে সরে যাই এবং ধীরে ধীরে একা হয়ে যাই। বর্তমানে দেখা যায় অনেক ছোট ছোট পরিবার এগুলো হওয়ারও কারণ এই অতিরিক্ত অর্থ সম্পত্তির প্রতি আসক্তি, লোভ লালসা এবং হিংসা। কারণ আগেকার সময়ে মানুষ অল্পতেই অনেক বেশি খুশি থাকতো লোভ-লালসা বেশি না থাকার কারণে এবং মনে হিংসা না থাকায় সবাই মিলে মিশে সুন্দরভাবে থাকতে পারতো। আগেকার সময় যা উপার্জন করত সেটুকুই সবাই মিলেমিশে একসাথে ভাগ করে খেত কিন্তু বর্তমান সময়ে মানুষের হিংসা এতটাই বেড়ে গেছে যে মানুষ শুধু নিজেরটাই বোঝে।


বর্তমানে অর্থ সম্পদ মানুষের জন্য আশীর্বাদের থেকে অভিশাপ বেশি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই অতিরিক্ত অর্থ সম্পদের জন্য মানুষের জীবনে নিজে কত ক্ষতি হয়ে যাচ্ছে সেটা মানুষ নিজেও বুঝতে পারছে না। আগের সময়ের থেকে বর্তমান সময় পর্যন্ত ভাবলেই দেখা যাবে আমরা আমাদের জীবন কতটা খারাপ করে তুলেছি এবং কতটা নিঃসঙ্গ করে তুলেছি শুধুমাত্র এই লোভ-লালসা, হিংসা অহংকারের জন্য আর এইসব শুধুমাত্র এসেছে আমাদের অতিরিক্ত অর্থ সম্পদের প্রতি আসক্তির কারণে। টিভি খুললেই বিভিন্ন ক্রাইম দেখা যায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর আমরা দেখতে পাই অর্থ সম্পদের কারণে আত্মীয়-স্বজনকে মেরে ফেলা বা বিভিন্ন অন্যায় কাজ করতে। আগেকার সময় যখন মানুষের অর্থ সম্পদের এত আসক্তি ছিল না তখন মানুষ এত ক্রাইম করতো না কিন্তু বর্তমানে মানুষের বিবেক এতটাই নষ্ট হয়ে গেছে যে অর্থ সম্পত্তির আসক্তিতে পড়ে তারা আসল শান্তি এবং আসল সম্পদ অর্থাৎ আমাদের আপনজন তাদেরকেই দূরে সরিয়ে ফেলছে। আমাদের প্রতিনিয়ত নিজের সীমা বোঝা উচিত এবং অতিরিক্ত অর্থ সম্পদের প্রতি আসক্তি থেকে বিরত থাকা উচিত। অর্থ সম্পদ আমাদের জীবনকে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করে কিন্তু অতিরিক্ত অর্থ সম্পদ আমাদের জীবনকে নষ্ট করে দেয় সে ব্যাপারে আমাদের সব সময় সচেতন থাকা উচিত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।