মানুষের সৌন্দর্য কোনো অলংকারে আসে না।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17573155833336465607049307676461.jpg


সোর্স

আমরা মানব জাতির প্রতিনিয়ত সুন্দরভাবে পরিপাটি থাকতে ভীষণ পছন্দ করি। আর এই সুন্দরভাবে পরিপাটি থাকার জন্য প্রায়ই কিছু মানুষকে দেখা যায় পার্লারে গিয়ে ফেসিয়াল করাতে এবং বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিতে যা আমাদের মুখে সৌন্দর্য চুলের সৌন্দর্য এমনকি শরীরের সৌন্দর্য অনেক গুনে বাড়িয়ে তুলতে সাহায্য করে। বিভিন্ন অনুষ্ঠান বাড়ি আসলে আমরা সুন্দর করে বিভিন্ন অলংকারে পরিপাটি হয়ে সেজে উঠি, আর তার সাথে করি অনেক মেকআপ যেন আমাদের অনেক সুন্দর লাগে দেখতে। আমরা প্রতিনিয়ত আমাদের বাহ্যিক সৌন্দর্য বাড়িয়ে তুলতে বিভিন্ন রকম চেষ্টায় লেগে থাকি। কিন্তু কখনো আমরা আমাদের ভেতরের সৌন্দর্য টাকে বাড়ানোর চেষ্টা করি না বা আমাদের মন পরিষ্কার কিনা সেটা বোঝার বা জানার চেষ্টা করি না। কথায় আছে,"আগে দর্শনধারী তারপর গুণবিচারী" অর্থাৎ আগে বহির সৌন্দর্য মানুষ দেখে তারপরেই তার গুণ বিচার করে। আসলে আমরা প্রতিনিয়ত বাইরে সৌন্দর্য দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে মানুষের ভেতরের সৌন্দর্য কতটুকু এবং মন কতটুকু পরিষ্কার এবং ভালো সেটা যেন দেখতে ভুলেই যাই। আমরা কোন মানুষের সাথে যখন সম্পর্কের জড়াই তখন তার ভেতরের সৌন্দর্যের টানেই সম্পর্কে জড়াই কিন্তু সবসময় বাইরের সৌন্দর্যটাকেই বেশি দেখি।


আমরা একটা জিনিস সবসময় ভুলে যাই যে আমাদের যে বাইরের সৌন্দর্য সেটা আমাদের বয়স বাড়ার সাথে সাথে কমতে শুরু করবে এবং একসময় বাইরের সৌন্দর্যটা থাকবে না কিন্তু আমাদের মন যদি পরিষ্কার হয় এবং আমাদের মধ্যে যদি অনেক গুণ থাকে সেটাই আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে। আমাদের বাইরের সৌন্দর্য যে কোন ভাবে নষ্ট হয়ে গেলেও আমাদের মনের যে পবিত্রতা এবং আমাদের গুণাবলী কখনই কেউ ছিনিয়ে নিতে পারবে না বা নষ্ট হতে পারবেনা। আসলে আমরা সুন্দর মানুষকে দেখে আকৃষ্ট হলেও যখন দেখি তার ব্যবহার অনেক বেশি খারাপ তখন কিন্তু তার থেকে অনেক দূরে সরে যাই, কিন্তু একটি মানুষ যদি আমাদের প্রচলিত মতে দেখতে ভালো না হয় কিন্তু তার যদি মন পরিষ্কার থাকে এবং সহজ সরল মনের অধিকারী হয় এছাড়া অনেক কর্মঠ এবং অনেক গুণের অধিকারী হয় তার প্রতি কিন্তু আমরা প্রতিনিয়ত আকৃষ্ট হতে থাকবো। এমন ব্যক্তির সাথে সারা জীবন অনেক সুন্দর একটা সম্পর্ক বজায় রেখে জীবন কাটিয়ে দেওয়া যায়। আর এইসব ব্যক্তির থেকে আমরা অনেক কিছু ভালো জিনিস শিখতেও পারি। আসলে আমরা যাকে সুন্দর মনে করি অর্থাৎ বাইরের রূপ দেখে সেটা আসল সৌন্দর্য কখনোই নয়। আসল সৌন্দর্য আসে মানুষের মন থেকে।


মানুষের মন পরিষ্কার হলে সুন্দর হলে তার ব্যবহার কথাবার্তা অনেক সুন্দর হয়ে ওঠে যার ফলে এসব ব্যক্তির সাথে কথা বলতে অনেক বেশি আমাদের ভালো লাগে। আর মানুষ যদি কর্মঠ এবং অনেক গুণের অধিকারী হয় তবে তার প্রতি আমাদের অজান্তেই একটা ভালোলাগা তৈরি হতে থাকে। আমরা মানুষেরা আসলে যে জিনিসটাকে সুন্দর বলে আখ্যায়িত করি অর্থাৎ ফর্সা দেখতে মানুষকে আমরা সাধারণত সুন্দর বলে থাকি কিন্তু ফর্সা এবং সুন্দর দেখতে হলেই কিন্তু তার মন সুন্দর হয় না। আর এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার নিজস্ব সৌন্দর্যে পরিপূর্ণ। তাই আমাদের সৌন্দর্য বৃদ্ধিতে কোন অলংকারের প্রয়োজন হয় না। আমাদের সৃষ্টিকর্তা অনেক সুন্দর ভাবেই সৃষ্টি করেছে সুন্দর একটি রূপ দিয়েছে আমাদের উচিত সেই রূপ নিয়েই অনেক বেশি সন্তুষ্ট থাকা কিন্তু আমরা যদি বিভিন্ন অলংকার বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করি তবে সেটা কৃত্রিম সৌন্দর্য হয়ে উঠবে। আসল সৌন্দর্য বৃদ্ধি করতে হলে সবার আগে আমাদের নিজেদের মন পরিষ্কার করতে হবে, অনেক সুন্দর চিন্তা-ভাবনা করতে হবে, মানুষের সাথে নিষ্ঠভাষী হয়ে কথা বলতে হবে, আমাদের আচরণ এমন হতে হবে যাতে অন্যদের মনে কষ্ট না লাগে, অযথা সময় ব্যয় না করে বিভিন্ন কাজে দক্ষ হতে পারলে তবেই আমরা আসলে সুন্দর একজন মানুষ হয়ে উঠতে পারবো।


আসল ভালো মানুষ তারাই যারা সবাইকে নিয়ে মিলে মিশে থাকতে পছন্দ করে এবং থাকতে পারে। কারণ একসাথে থাকার গুণ সবার মধ্যে থাকে না। বর্তমানে এত বেশি হিংসা মনোভাব বেড়ে উঠেছে যে হিংসার অন্ধকারে মানুষ নিজের আসল পরিষ্কার মনটাকে নষ্ট করে ফেলছে। আমরা যদি হিংসা ত্যাগ করে সবাই মিলেমিশে সুন্দরভাবে বাঁচি আর তার সাথে মন পরিষ্কার করে সব সময় ভালো চিন্তা করি এবং ভালোভাবে বাঁচার চেষ্টা করি তবে ভেতর থেকেই আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে এবং সেই সৌন্দর্যটাই বহিঃপ্রকাশ হবে আমাদের রূপ এবং চরিত্রের মধ্য দিয়ে। আমরা সবাই মিলে মিশে হাসি মজার মধ্য দিয়ে জীবনটা উপভোগ করতে পারলে আমাদের আর কি থাকার বা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোন অলংকারের প্রয়োজন হবে না। কারণ মানুষের সৌন্দর্যের সবচেয়ে বড় অলংকার হল মানুষের মুখের হাসি। মানুষের মুখের হাসি পাড়ে অনেক বড় বড় যুদ্ধ জয় করতে আবার অনেক অসাধ্য সাধন করতে, তাই বিভিন্ন রকম অলংকার গায়ে জড়িয়ে মলিন মুখে জীবন কাটানোর থেকে অলংকার ছাড়া হাসিমুখে সুন্দরভাবে বাঁচলে সেই ব্যক্তির থেকে সুন্দর আর কেউ হতে পারবে না। সব অলংকারকে হার মানিয়ে দেবে পরিষ্কার মন, মনের শান্তি এবং মুখের হাসি।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।