অর্থ যার সিদ্ধান্ত তার।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
অর্থ আমাদের জীবনের অনেক দামি একটি জিনিস। কাগজের কয়েকটা টুকরো যে আমাদের জীবন কন্ট্রোল করতে পারে সেটা হয়তো আমরা ছোটবেলায় বুঝতাম না বা জানতাম না। আমাদের জীবনের সাথে এমন ভাবে এই অর্থ জড়িয়ে রয়েছে যে আমরা চাইলেও এই অর্থ থেকে দূরে সরতে পারব না। আমাদের বেঁচে থাকতে নিঃশ্বাসে প্রশ্বাসে প্রত্যেকটা প্রয়োজনে এই অর্থ আমাদের সাথে জড়িয়ে রয়েছে। এমনকি আমাদের অন্যদের কাছে মূল্যায়ন করতেও এই অর্থই সাহায্য করে। অর্থাৎ অর্থ ছাড়া বর্তমান যুগে কেউ কারো মূল্যায়ন করে না। আমাদের কাছে যদি অর্থ না থাকে তবে কেউ আমাদের খোঁজ খবর টুকুও নেওয়ার প্রয়োজন মনে করবে না। কিন্তু আমাদের কাছে যদি অনেক বেশি অর্থ থাকে তবে প্রত্যেকটা মানুষ আমাদের প্রতিনিয়ত খোঁজ খবর নিতে থাকবে। অর্থাৎ এতে বোঝাই যাচ্ছে অর্থই আমাদের জীবনের মূল্যায়ন দিচ্ছে, অর্থ ছাড়া আমরা পুরোই অপ্রয়োজনীয় একটি বস্তু মাত্র। আমাদের কাছে যদি অর্থ না থাকে কেউ আমাদের কাছ থেকে কোন পরামর্শ তো দূরের কথা আমাদের কথা শুনতেও প্রয়োজন বোধ করবে না বা গুরুত্ব দেবে না।
আমরা যতদিন বেকার থাকবো এবং আমরা অর্থহীন থাকবো ততদিন কেউ আমাদের ভালো থাকা আবার মন্দ থাকা এমনকি কোন কিছুরই গুরুত্ব দেবে না যখনই আমাদের কাছে অর্থ আসবে অর্থাৎ আমরা অনেক বেশি অর্থের অধিকারী হব তখনই আমাদের কাছে অনেক বেশি আত্মীয়-স্বজন তৈরি হবে এবং বন্ধু বান্ধবী এবং আপন জনের কোনই অভাব হবে না। বেকার সময়ে আমাদের সাথে যারা কথা বলতেও প্রয়োজন বোধ করবে না তারাই আমরা অর্থের অধিকারী হলে ছোট ছোট থেকে বড় সব সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কাছে পরামর্শ নেওয়ার প্রয়োজন বোধ করবে। আমরা যখন অর্থের অধিকারী হব তখন আমাদের গুরুত্ব এই সমাজে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব সব প্রত্যেকটা মানুষের কাছে অনেক বেড়ে যাবে। আমাদের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা সিদ্ধান্তের অনেক বেশি গুরুত্ব হয়ে উঠবে সবার কাছে যখন আমাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকবে এবং আমরা ভালো অবস্থানে থাকবো। যাদের কাছে কোন আর্থিক বল থাকে না অর্থাৎ আর্থিকভাবে খুব একটা সচ্ছল নয় তাদের সিদ্ধান্ত কোন মানুষই নেওয়া পছন্দ করেনা যতই তারা জীবনে সঠিক সিদ্ধান্ত নিক না কেন বা প্রত্যেক মানুষের ভালো কামনা করুক না কেন।
একটা বেকার মানুষ যদি অন্য কোন মানুষের ভালো কামনা করে ভালো কোন পরামর্শ দেয় সেটা সব সময় গুরুত্বহীন হয়ে পড়ে এবং সেই পরামর্শ কেউ নিতে চায় না কিন্তু যখনই একজন উচ্চপদস্থ এবং অর্থ সম্পদের অধিকারী ব্যক্তি অন্য কোন ব্যক্তির খারাপ চায় বা ভালো পরামর্শ না দেয় তবুও তার কথার অনেক গুরুত্ব দেওয়া হয় এবং তার পরামর্শই অন্যরা গ্রহণ করে থাকে। কিছু কিছু পরিবারে একটু খেয়াল করলেই দেখা যায় যে যখন বাড়ির ছেলে বেকার অবস্থাতে থাকে তখন তার বেকারত্ব নিয়ে প্রতিনিয়ত তাকে খোটা শোনানো হয় এবং সে বাড়ির একজন বোঝা হিসেবে গণ্য হয়। তার সিদ্ধান্ত, তার কথাবার্তা কোন গুরুত্ব থাকেনা এমনকি তার থেকে কোন পরামর্শ নেওয়া হয় না কিন্তু যখন এসেই ছেলেটি অবহেলিত হতে হতে অবশেষে একটা ভালো চাকরি পায় বা ব্যবসা করে ভালো অর্থ উপার্জন করে সক্ষম হয়ে ওঠে তখন সেই ছেলেটির গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। তখন সেই ছেলেটির মতামত এবং পরামর্শ প্রতিটা ক্ষেত্রে নেওয়া হয়। এছাড়াও পরিবারের কোন কিছু করতে হলে কোন কিছু কিনতে গেলে বিভিন্ন কাজকর্মে সবসময় সেই ছেলেটির মতামত নিয়ে চলা হয়।
আমরা জীবনে প্রতিটা ক্ষেত্রেই দেখতে পাই যার অর্থ আছে তার কথার গুরুত্ব আছে এবং তার সিদ্ধান্তেরই একমাত্র দাম আছে। বেকার মানুষ এবং অর্থহীন মানুষের এই পৃথিবীতে কোন জায়গা নেই বা এই পৃথিবীতে কোন গুরুত্ব নেই, অর্থহীন মানুষ এই পৃথিবীতে শুধুমাত্র বোঝা আর অবহেলিত। যেসব মানুষের অর্থ আছে শুধু সেই সব মানুষেরই এই পৃথিবীতে গুরুত্ব আছে এবং মতামতের দাম আছে। আর্থিক ক্ষমতা ভালো থাকলে সেইসব মানুষেরই সব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার এবং মতামত দেওয়ার অধিকার থাকে বর্তমান সময়ে। তাই বর্তমান সময়ে ভালোভাবে বাঁচতে গেলে এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিতে গেলে এবং পরিবার, বন্ধুবান্ধব আর সমাজে মর্যাদা পেতে হলে সবার আগে অর্থ অনেক বেশি উপার্জন করা প্রয়োজন। আসলে জীবনে চলার পথে প্রতিটা ক্ষেত্রেই আমাদের অর্থের প্রয়োজন এবং আমাদের সমাজে সম্মানিত পর্যায়ে যেতে হলেও সবার প্রথমে অর্থই প্রয়োজন। কারণ যার যত বেশি অর্থ থাকে তার তত বেশি সমাজে সম্মান থাকে, আর যে সব মানুষের অর্থ নেই সেসব মানুষকে কেউ কখনোই সম্মান করে না এবং সিদ্ধান্ত গ্রহণ করে না।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
https://x.com/pussmemecoin/status/1963473925691605351?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/pussmemecoin/status/1963474033661391136?s=46&t=nHPwcg_swfA_HF8Tq9ebSw
https://x.com/PussFi_FNDN/status/1963536824925565082?t=znsxzg6gXRkT33LcG6dWYg&s=19