মুখ তো নয় মনের আয়না।

in আমার বাংলা ব্লগ5 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1754223632942891757333253230515.jpg


সোর্স



এই বৈচিত্র্যময় পৃথিবীতে আমাদের মানুষেরও অনেক বেশি বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন রকম চরিত্র সম্পন্ন মানুষের অস্তিত্ব রয়েছে এই পৃথিবীতে। আর সে প্রত্যেকটি মানুষের মুখমণ্ডলও বিভিন্ন রকম যার কারণে আমরা যখন তখন মানুষকে চিনতে পারি। একে অপরের সাথে গুলিয়ে ফেলি না কারণ প্রত্যেকটা মানুষের মুখ আলাদা তাই প্রত্যেকটা মানুষকে আমরা আলাদা করেই চিনতে পারি। তবে ছোটবেলা থেকে আমি মানুষের সম্পর্কে বিভিন্ন ধরনের প্রবাদ শুনেছি, অনেকের মুখে শুনেছি মানুষের মুখমণ্ডলই বলে দেয় যে তার চরিত্র কেমন হবে। আবার অনেকে বলে থাকে, মানুষের মুখ দেখে মানুষের মনের কথা বোঝা যায় না। আসলে এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে যাদের দেখতে অনেক বেশি রাগী প্রকৃতির মনে হয় আবার অনেকে আছে খুবই সুন্দর এবং মিষ্টি দেখতে। পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ থাকলেও সে মানুষগুলোর মুখ দেখে কখনোই মন বোঝা যায় না। কারণ আমি দেখেছি অনেক বেশি রাগ নিয়ে মানুষও অনেক মিশুকে এবং মিষ্টভাষী হয়ে থাকে। আবার অনেকে এমন আছে যাদের দেখতে অনেক সুন্দর কিন্তু তারা অনেক বেশি অহংকারী এবং ব্যবহার খুবই খারাপ।


আসলে সত্যি কথা বলতে আগেকার যুগে মানুষ কেমন ছিল সেটা জানি না কিন্তু বর্তমান যুগে মানুষকে দেখতে যেমনই হোক না কেন ব্যবহার তার মুখে বা রূপে বোঝা যায় না। বর্তমান যুগে মানুষেরা অনেক ভালো অভিনয় করতে জানে। তাই তাদের রূপ দেখে বা মুখ দেখে বোঝাই যায় না যে তাদের মনের মধ্যে কি চলছে। আমরা একটি ব্যক্তিকে দেখে সুন্দর এবং ভদ্রলোক বলে মনে করতে পারি কিন্তু আসলেই সে তেমন ভদ্রলোক নাও হতে পারে। অনেক সময় আমরা কিছু কিছু মানুষকে দেখলে মনে করি খুবই শান্তশিষ্ট এবং অনেক ভালো একজন মানসিকতার মানুষ। কিন্তু পরবর্তীতে দেখা যায় আমাদের চিন্তাভাবনা একদমই বদলে যায়, সেই মানুষটি এমন এক সময় এমন এক কান্ড করে বসে যা দেখে আমাদের হতবাক হতে হয়। আমরা যাদের কাছে যেটা আশা করি না তারাই দেখা যায় এমন কাণ্ড করে বসে যে আমরা বিশ্বাসই করতে পারি না, আর এমন সময় আমরা বলেই বসি যে এই ব্যক্তিকে দেখে এমন মনে হয় না যে এরকম কাজ করতে পারে। এগুলো হয় সম্পূর্ণ আমাদের চিন্তাভাবনার জন্য। আমরা কিছু কিছু মানুষের মুখ দেখে এমন ভেবে বসি যে এই ব্যক্তিটা এই ধরনেরই হবে কিন্তু আমরা ভুলে যাই যে মানুষের মুখ সবসময় মনের ভেতরটা বহিঃপ্রকাশ করে না।


অনেক সময় দেখা যায় যে মানুষটাকে দেখে আমাদের মনে হয় যে এই মানুষটা খুবই নিষ্ঠুর প্রকৃতির হবে এবং অনেক বেশি কঠোর এবং খারাপ প্রকৃতির মানুষ সেই মানুষটি এমন ভালো হয়ে বসে এবং ভালো কাজ করে যা আমরা কল্পনাও করতে পারি না। আমাদের চারপাশে থাকা আমাদের অনেক ভালো বন্ধু দাবি করা মানুষটির মুখ দেখে আমরা সবসময় মনে করি যে সে আমাদের খুবই ভালো বন্ধু এবং আমাদের দুঃসময়ের সঙ্গী, এই ব্যক্তিটি অন্তত আমাদের কখনো ক্ষতি চায় না বরং আমাদের ভালোই কামনা করে এবং আমাদের খুব ভালো বন্ধু হয়ে সারা জীবন থাকবে। কিন্তু মুখ দেখে বা ব্যবহার দেখে আমরা যে মানুষের সম্পর্কে এমনটা ভাবছি দেখা গেল সেই মানুষটি সুযোগ পেয়েই সবার আগে আমাদের ক্ষতি করে বসে সারা জীবন তো দূরের কথা কিছুদিনের মধ্যেই তার সাথে এমন সম্পর্ক তৈরি হয়ে যায় যা শত্রুতা থেকে অনেক খারাপ। একটি মানুষকে দেখে আমাদের ভালো লাগলো এবং তার সাথে বন্ধুত্ব করে কয়েকদিন মেলামেশা করার মানে এমন নয় যে তাকে আমরা পূর্ণরূপে সুন্দরভাবে বুঝে গেলাম বা তার মনে কি আছে সবকিছু ভালোভাবে জেনে গেলাম।


তাই আমাদের যদি এমন ধারণা থাকে যে মানুষের মুখ দেখেই বোঝা যায় যে তার মনে কি আছে সেটা একদমই ভুল ধারণা। মুখ দেখে শুধু তার রূপের বিচার করা যায় কিন্তু তার মনে কি আছে সেটা বিচার করা একদমই অসম্ভব ব্যাপার। আমাদের সম্পর্কে কার মনে কি আছে সেটা তার আমাদের প্রতি ব্যবহার বা তার মুখ দেখে কখনোই বোঝা সম্ভব নয় কারণ প্রত্যেকেই মনে যাই থাকুক না কেন মুখে অবশ্যই ভালো ব্যবহার করবে এবং মুখের এক্সপ্রেশন সবসময় ভালোই দেখাবে। তাই আমাদের যে কোন মানুষকে বোঝা বা তার মনের ভেতরে কি আছে সেটা জানা একদমই অসম্ভব ব্যাপার। বর্তমান সময়ে এমন এসে দাঁড়িয়েছে যে দীর্ঘ বছর ধরে মেলামেশা করেও কারোর মনে কি আছে তা বোঝা যায় না। তাই আমাদের সব সময় মনে রাখতে হবে যে মুখ একটি আলাদা বিষয় এবং মনে কি আছে সেটি একদমই আলাদা বিষয় মুখ দেখে কখনোই কারোর মন বিচার করা বোকামির কাজ। এই পৃথিবীতে মুখ দেখেও মানুষ মানুষকে ভুল বুঝে থাকে। কারণ মুখের এক্সপ্রেশন আর মনের কথা সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 5 days ago 

মানুষকে চেনা যায় না মুখ দেখে, বোঝা যায় না মনে কী আছে—এই কথাটি যুগে যুগে সত্য প্রমাণিত হয়েছে। এই পৃথিবী যেমন বৈচিত্র্যময়, তেমনই বৈচিত্র্য মানুষের মনোজগতে। কেউ রাগী মুখের আড়ালে লুকিয়ে রাখে কোমল হৃদয়, আবার কেউ মধুর হাসির আড়ালে লালন করে নির্মমতা। আজকের সমাজে মানুষ এতটাই অভিনয়ে পারদর্শী হয়ে উঠেছে যে বাহ্যিক রূপ বা ব্যবহারে সত্যিকার মন বোঝা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই আজকাল মানুষকে মূল্যায়ন করতে হয় তার কাজ ও আচরণ দিয়ে, মুখ দেখে নয়।