ছোটবেলা থেকে ডুমুর রান্না করে অনেকবার খাওয়া হয়েছে তাও আবার বাজার থেকে কিনে এনে। কিন্তু কখনো ডুমুর গাছ থেকে পেড়ে খাওয়া হয়নি বা এমন পাকা ডুমুর কখনো খাইনি। গ্রামের দিকে গেলে এমন ডুমুর গাছ অনেক দেখেছি কিন্তু আমাদের এলাকায় কোথাও দেখিনি তাই এমন পাকা ডুমুর খাওয়ার সৌভাগ্য হয়নি। আপনার এই পোষ্টের মাধ্যমে ডুমুর সম্পর্কে জেনে ভালো লাগলো।
এইবার গ্রামে গেলে খেয়ে দেখবেন আপু,ধন্যবাদআপনাকে।