লোভ সংবরণ করা উচিত।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17574091782977998599545326604883.jpg


সোর্স



"লোভ" এ পৃথিবীর সবার মধ্যে পাওয়া কমন একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। লোভ নেই এমন কোন মানুষ জীবজন্তু এমনকি পোকামাকড় কোন কিছুই এ পৃথিবীতে নেই। প্রত্যেকটা জীবজন্তু এবং সব থেকে বেশি মানুষের মধ্যে লোভ লক্ষ্য করা যায়। জীবজন্তুর মধ্যে খাবার খাওয়ার লোভ দেখা গেলেও অন্য কোন বিষয়ে কোনো লোভ দেখা যায় না কিন্তু মানুষের মধ্যে ভালো ভালো খাবার দাবার খাওয়ার যেমন লোভ লক্ষ্য করা যায় তেমনি অন্যান্য বিভিন্ন জিনিসের প্রতি লোভ দেখা যায়। এই লোভ আমাদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য এবং সবার মধ্যে থাকলেও এর একটা নির্দিষ্ট সীমারেখা আছে। লোক যদি আমাদের নির্দিষ্ট সীমা ছাড়িয়ে যায় তবে সেই জিনিসটা অনেক বেশি আমাদের ক্ষতির কারণ হয়ে বসতে পারে। আমাদের জীবনের কিছু কিছু জিনিসের প্রতি আমাদের যে লোভ কাজ করে সেটা ভালো হলেও কিছু কিছু লোভ একেবারেই ভালো নয়। আমরা একটু খেয়াল করলেই দেখতে পাই কিছু কিছু মানুষের বিভিন্ন খাবারের প্রতি অনেক বেশি লোভ থাকে মানে ভালো ভাষায় বলা যায় যে কিছু মানুষ খুব বেশি খাদ্য রসিক হয়ে থাকে। খাবার ছাড়া এসব মানুষ আর কোন কিছুই বোঝে না। কিছু কিছু মানুষের লোভ কাজ করে অন্যান্য বিভিন্ন শখ সৌখিনতার প্রতি।


এইসব লোভ খুব একটা খারাপ হয় না এবং অন্য কারোর ক্ষতি কারনও হয় না কিন্তু মানুষের এমন কিছু কিছু লোভ আছে যা অন্যের ক্ষতি কারণ হয়। কিছু কিছু মানুষ আছে যারা অন্যের জিনিসের প্রতি অনেক বেশি লোভী হয়ে ওঠে, যেমন অন্য কেউ যদি ভালো কোন পোশাক পড়ে সেই ভালো পোশাকের উপর লোভ দেওয়া, অন্যের ভালো কোন জিনিসের উপর লোভ দেওয়া এছাড়াও অন্যের সম্পত্তির ওপর লোভ করা। আমরা মানুষ তাই আমাদের লোভ হওয়াটা স্বাভাবিক কিন্তু এইসব অন্যের জিনিসের প্রতি লোভ করা আমাদের কখনোই শোভা পায় না। আমাদের উচিত আমাদের নিজের পছন্দের জিনিসকে এবং নিজেদের লোভ করা জিনিসকে নিজেরা পরিশ্রমের মাধ্যমে এবং বিভিন্ন অর্থ উপার্জন করে অর্থাৎ যেভাবে সেটি সৎ পথে নিজের করে তোলা যায় সেভাবে নিজের করা। কোন জিনিস ভালো লাগলে সেই জিনিসটাকে আমরা সঠিক পথে নিজের করে নিতে পারি কিন্তু লোভ করে কারোর কাছ থেকে কোন জিনিস নিয়ে নেওয়া বা কাউকে আঘাত করা এমনকি কারোর জীবনের ক্ষতি করা আমাদের কখনোই উচিত নয়।


আমরা চারপাশে দেখে থাকি এমন অনেক মানুষ আছে যারা ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে, ভাই বোনে এছাড়াও বিভিন্ন সম্পর্কে অর্থলোভী হয়ে সম্পত্তি নিয়ে ভাগাভাগি বা টানাটানি করে সম্পর্ক নষ্ট করে ফেলে। অর্থ সম্পদ কখনো আমাদের শান্তি আনে না তাই আমরা যদি এই অর্থ সম্পদের লোভে পড়ি এবং এই লোভ যদি সংবরণ করতে না পারি তবে আমাদের জীবনে অনেক বড় ক্ষতি নেমে আসবে এছাড়াও আমাদের সাথে সাথে আমাদের আপনজনেরও জীবনেও ক্ষতি হয়ে যেতে পারে। আর আমাদের এই লোভের কারণে আমরা আমাদের কাছের মানুষ আমাদের প্রিয় মানুষকে হারিয়ে ফেলতে পারি। তাই আমাদের ছোট ছোট লোক থেকে শুরু শুরু করতে হবে লোভ সংবরণ করা। আমরা যদি ছোট ছোট জিনিস থেকে লোভ সংবরণ করা শিখতে পারি এবং যেকোনো জিনিস নিজেদের করে তোলার জেদ আমরা না করি তবে আমরা আস্তে আস্তে অনেক বড় জিনিসের ওপর থেকেও লোভ সরিয়ে ফেলার বা লোভ না করার ক্ষমতা তৈরি করতে পারব। আর এর ফলে আমরা ভবিষ্যতে অনেক বড় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পাব।


আসলে যে কোন জিনিসের লোভ আমাদের কখনোই ভালো কোন কিছু উপহার দেয় না। আমাদের জীবনে লোভ সবসময় আমাদের অভিশাপের মতো কাজ করে। লোভ না করলে আমাদের জীবনটা অনেক সুন্দর ভাবে কাটবে, আমাদের কোন কিছুর অভাব এমনিতেই হবে না এবং আমাদের প্রত্যেকটা স্বপ্ন আমরা পূরণ করতে পারব এবং প্রয়োজনীয় জিনিস আমরা ঠিকই পাব। লোভ আমাদের জীবনে কোন কিছু পেতে বা সাফল্য পেতে কোনভাবেই সাহায্য করে না। লোভ শুধুমাত্র আমাদের জীবনে ক্ষতি টেনে আনে এবং ক্ষতির কারণ হয়ে থাকে। তাই আমরা যদি আমাদের জীবন থেকে লোভ নামক জিনিসটি পুরোপুরি বাদ দিয়ে দিই তাতেও আমাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি লোভটাকে আশকারা দিয়ে তবে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা আমরা লক্ষ্য করতে পারব। তাই প্রতিনিয়ত চেষ্টা করতে হবে লোভ সংবরণ করা। অতিরিক্ত লোভ সব সময় আমাদের জীবনে অশান্তির কারণ হয়ে বসে। তাই লোভ সংবরণ করতে পারলে তবেই আমরা আমাদের জীবনের সুন্দর একটি পথ খুঁজে পাবো এবং সুন্দরভাবে সেই পথ ধরে চলে সাফল্য পাব।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 22 hours ago 

লোভ জিনিসটা যেমনই হোক আমি মনে করি এই লোভ জিনিসটা কারোর মনে না থাকাই শ্রেয়। কেননা এই জিনিসটি মনের মধ্যে থাকলে যে কোন সময় অন্য মানুষের ক্ষতি সাধন হতে পারে। তাই আমি এটাই বলব এই লোভ জিনিসটা সর্বদা সবার অন্তর থেকে বর্জন করা উচিত।