আসলেই , জীবন নিয়ে কোনো অভিযোগ রাখতে নেই ৷ যা আছে , যেটুকু আছে তা নিয়েই খুশি থাকা প্রয়োজন ৷ তাহলেই জীবন সুন্দর হবে , জীবনটা উপভোগ করা যাবে ৷ না পাওয়া , না থাকা জিনিস গুলো নিয়ে এতো বেশি আফসোস করলে জীবন বিষাদময় হয়ে উঠবে ৷ অল্পতেই খুশি থাকতে হবে , তাহলেই জীবন সুন্দর ৷ যাই হোক , অনেক সুন্দর কিছু কথা শেয়ার করেছেন ৷ প্রত্যেকটা কথাই ভীষণ ভালো লেগেছে আমার ৷ অসংখ্য ধন্যবাদ পোষ্টটি শেয়ার করার জন্য ৷