বাস্তবে তুমি আমার না হলেও, কল্পনায় শুধু তুমি আমারই!


girl-7186524_1920.png

Source

আমাদের মনের গহীনে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের কথাবার্তা ঘুরে থাকে। আবার মাঝে মধ্যে আমরা নিজের অতীতের কথা গুলো মনে করি। মাঝে মাঝে মনে হয় অতিতে আমার সাথে যারা ছিল তারাই হয়তো জীবনে সবকিছু ছিল। তাদের কথা বারবার মনে হয় আবার মাঝে মাঝে মনে হয় বর্তমানে যারা রয়েছে তারাই আমার জীবনের সব কিছু। মাঝেমধ্যেই কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায় এবং এইভাবে করেই কিন্তু আমাদের বর্তমান সময় গুলো নষ্ট হয়। দেখুন, যেটা চলে যাব সেটা তো চলেই গিয়েছে। সেটাকে নিয়ে যতই আমরা চিন্তাভাবনা করি ততই আরো ক্ষতি হয়।

কিছু কিছু কথা সাহিত্যের বইয়ের পাতায় ভালো মানায় আবার কিছু কিছু কথা বাস্তবতার সম্মুখে আমাদের দাঁড় করিয়ে দেয়। ঠিক তেমনি আজকে পোস্টের টাইটেল দিয়েছি। আশা করছি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারেন। তবে মাঝেমধ্যেই কিন্তু আমরা এ ধরনের কথাবার্তা বলে থাকি যেটা অনেক মানুষেরাই বাস্তবে গ্রহণ করে নিয়েছে। তারা অতীতের অনেক কিছুই ভুলতে পারে না, অতীতের মানুষের কথা বলতে পারে না, কিংবা নিজের প্রাক্তনের কথা ভুলতে পারে না।

আমি এমন অনেক মানুষ দেখেছি যে মানুষেরা সব সময় তাদের প্রাক্তনের কথা মনে করে তাদের কথা বারবার চিন্তা করে অনেকটা কষ্ট পায়। আবার মাঝে মাঝে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই বিভিন্ন ধরনের কথা বলে বাস্তবে যদি তুমি আমার না হও তাহলে কল্পনাই হয়তো তুমি আমার হয়ে থাকবে। এ ধরনের বিষয়বস্তু যদি আমরা সব সময় চিন্তা করি তাহলে আমাদের বর্তমান নষ্ট হবে। সেই সাথে সাথে আমাদের অদূর ভবিষ্যতে কি হবে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়।

ABB.gif