জীবনের মূল্য অনেক বেশি।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনের মূল্য সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন কাজকর্ম করে থাকে। আসলে বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে। এই পৃথিবীতে এমন কোন কাজ নেই যাতে মানুষের জীবনের কোন ঝুঁকি না থাকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের পৃথিবীতে জীবনের মূল্য কিন্তু সব থেকে বেশি। অর্থাৎ আপনি যদি কখনো জীবনের মূল্য উপলব্ধি না করে কাজ করতে করতে আপনার জীবনটাকে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আপনার কাজের সমাপ্তি সেখানেই ঘটাবেন এবং আপনার মূল্যবান জীবন যেহেতু আপনি হারিয়ে ফেলবেন তাই আপনার পরিবারের লোক গুলো আপনার জন্য অনেক বেশি কষ্টের দিন যাপন করবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে জীবনের মূল্য কিন্তু মানুষের কাছে সব থেকে বেশি।
যেহেতু মানুষ তাদের নিজেদের জীবনকে একটু ভালো রাখার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে। কিন্তু এই কঠোর পরিশ্রম করতে গেলেও কিন্তু আমাদের যথেষ্ট সেফটি নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ যদি আমরা সবাই মিলে মিশে একসঙ্গে কাজ করতে পারি এবং বিভিন্ন কাজের ঝুঁকি গুলো এড়িয়ে নিয়ে সে কাজগুলো সমাধান করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনে বড় হতে পারব এবং আমাদের দ্বারা এই পৃথিবীতে বিভিন্ন ধরনের কঠিন কাজ খুব দ্রুত সহজে সম্পন্ন হতে পারবে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যারা জীবনের মূল্য কখনো বুঝতে পারে না তারা কখনো জীবনে জয়লাভ করতে পারে না। অর্থাৎ আমাদেরকে সব সময় নিজেদের জীবনের মূল্য উপলব্ধি করে কাজ করা উচিত।
আসলে কিছু কিছু মানুষ আছে অনেকটা পাগল প্রকৃতির লোক। যারা সবসময় অর্থ উপার্জনকে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিক বলে মনে করে। আসলে এই অর্থ উপার্জনের জন্য তারা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করতে থাকে প্রতিনিয়ত। আসলে ঝুঁকিপূর্ণ কাজ করায় কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায় কিন্তু আপনাকে সেই কাজ করতে গেলে যথেষ্ট সেফটি নিয়ে কাজ করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার জীবনের সেফটির কোন প্রয়োজন নেই তাহলে কিন্তু আপনি সেখানে ভুল করবেন। অর্থাৎ কোন একটা বড় দুর্ঘটনায় যদি আপনার শরীরের কোন অঙ্গ অচল হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবন আপনি অচল হয়ে পড়ে থাকবেন এবং আপনার জীবনে কখনো সুখ শান্তি আসবে না।
তাইতো এই পৃথিবীতে আপনি যা কিছুই করুন না কেন সব থেকে আপনি আপনার জীবনের প্রাধান্য টাকে আগে দিতে চেষ্টা করবেন। অর্থাৎ আপনি এমন কোন কাজ করবেন না যাতে করে আপনার পরিবারের লোক গুলো সারা জীবন আপনার জন্য দুঃখ কষ্টের মধ্যে দিন কাটাতে হয়। তাইতো এই পৃথিবীতে আমরা যা কিছুই করি না কেন আগে নিজেদের জীবনকে সেভ রেখে কাজ করার চেষ্টা করব এবং সবসময় সৎ কাজকর্ম করতে থাকবো। কেননা খারাপ কাজকর্মের মধ্যে সবথেকে বেশি বিপদ থাকে। আর মানুষ এই খারাপ কাজকর্ম করে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। এজন্য আমাদের একটা বিষয় সম্পর্কে মনে রাখতে হবে যে জীবনের মূল্য আমাদের কাছে সবথেকে বেশি।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
@ocean-trench, this is a truly thoughtful and important post! Your reflections on the value of life, especially in the context of work and daily activities, resonate deeply. I appreciate how you highlight the importance of safety and considering the impact our choices have on our families. The reminder to prioritize our well-being above all else is a message we all need to hear regularly.
The inclusion of the images adds a nice touch to the post. Thank you for sharing your wisdom and encouraging us to reflect on what truly matters. What inspired you to write about this topic today? I'm curious to know more about your perspective! Keep up the great work with "আমার বাংলা ব্লগ"!