জীবন হলো রঙ্গমঞ্চ

wallpaper-8327848_1920.jpg

Source

আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম হয়তো টাকা দিয়েই পৃথিবীর সমস্ত সুখ কেনা যায়। কিন্তু বর্তমানের বাস্তবতা ভিন্ন টাকা থাকলে জীবনের অনেক সমস্যারই সমাধান করা সম্ভব। তবে মানসিক শান্তি কিংবা মনের যে শান্তি রয়েছে সেটা অবশ্য টাকা দিয়ে কিনতে পারাটা এমন একটা কঠিন একটি বিষয় হয়ে যায় যখন আপনার পরিবারের সমস্যা থাকবে পরিবারের অশান্তি থাকবে। তখন আপনার কোটি কোটি টাকা দিয়েও সেই অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন না।

আমাদের জীবনটা একটা রঙ্গমঞ্চের মতো। যখন তখন এই সমাজ পরিবর্তন হয়ে যায় যখন তখন আমাদের চাহিদা পরিবর্তন হয়ে যায়। কাছের মানুষ দূরে চলে যায়। আবার এই মানুষটাকে কখনো চিনতাম না সেই মানুষটা সবথেকে বেশি আপন হয়ে যায়। এই জীবনের এই মরীচিকায় কোনটা, বাস্তবতা কোনটা আমাদের সাথে যায় কিংবা কোন বিষয়টা আমাদের জন্য করা উচিত এসব কিছু বুঝে উঠতে উঠতেই জীবনের সময়কাল শেষ হয়ে আছে, কত চমৎকার এই রঙ্গমঞ্চ তাই না।

জীবনের এক পর্যায়ে এসে টাকা পয়সা ধন-সম্পদ এইসব কিছু মূল্যহীন বলে মনে হয়। শুধুমাত্র একটু মানসিক শান্তির আশায় কত মানুষ পাগল হয়ে গেছে, কত মানুষ নিজের সংসার ছেলে একা দিব্যি জীবন যাপন করছে। এই বিষয়গুলো যখন আমি চিন্তা করি তখন অনেকটাই হাস্যকর বলে মনে হয়। আবার মাঝে মাঝে যখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি, গভীরের গভীরতা হারিয়ে যায়। আসলে কোনটা আমার জন্য সঠিক আর কোনটা আমার জন্য সঠিক নয়। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  

I appreciate your life sharing; your feelings are very important. When you find what you love or a lifestyle you enjoy, you will feel inner peace and joy. Until then, please continue to try and don't give up on exploring life.