একটি মুভি যা জীবন বদলে দিয়েছে


projector-64149_1920.jpg

Source

জীবনের সিনেমা দেখেননি এমন মানুষ অনেকটা কমই রয়েছে। কারণ সিনেমা আমাদের বিনোদনের অনেকটা কেন্দ্র হিসেবে বর্তমানে ধরা চলে। এই সিনেমা নিয়েই অনেক ধরনের আলোচনা সমালোচনা আমাদের সমাজে দেখতে পাওয়া যায় তবে এই সিনেমা জগতেরও এমন কিছু কিছু সিনেমা রয়েছে যেগুলো আসলেই শিক্ষনীয়। বিনোদনমূলক যদিও কিন্তু তারপরও সেই সিনেমাগুলো থেকে বাস্তব জীবন ভিত্তিক কিছু সল্যুশন পাওয়া যায়, কিছু জীবনের স্ট্রাগল সম্পর্কে আমরা জানতে পারি।

মুভিটি খুব বেশি দিন হয়নি রিলিজ হয়েছে। টুয়েলভ ফেল নামের মুভিটি। যেটাতে একটি বিষয় সুস্পষ্টভাবে দেখানো হয়েছে যদি নিজস্ব চেষ্টা থাকে এবং নিজের আশা-আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে অবশ্যই নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন পরিস্থিতি যতই আমাদের বিপক্ষে থাকুক না কেন যদি আমরা আমাদের জায়গা থেকে কঠোর পরিশ্রম করি তবে অবশ্যই সফলতা আসবে এবং এটাই হচ্ছে বাস্তবতা।

একটি ছেলে যে কোনদিনও ভালো হয়ে পড়াশোনা করেনি। যেই ছেলেটা একটি গ্রামে বসবাস করত। সেই গ্রামে চিটিং করে তাদেরকে পাশ করিয়ে দেওয়া হতো। এমন একটি জায়গা থেকে উঠে দেশের একটি বড় জায়গায় কিভাবে পৌঁছালো সেটার এই বাস্তববাদী গল্প ফুটিয়ে তুলেছে এই সিনেমার মধ্যে। যদিও এটা একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমা নির্মিত হয়েছে। তাই এখান থেকে আরও বেশি অনুপ্রেরণা পাওয়া সম্ভব বলে মনে করি। আপনারা কি এই মুভিটি দেখেছেন দেখে থাকলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন ধন্যবাদ।

ABB.gif

Sort:  

Wow, @ocean-trench, what a fantastic spotlight on "12th Fail"! I love how you've highlighted the film's powerful message about perseverance and achieving goals against all odds. The idea that even in the face of challenging circumstances, hard work and determination can lead to success is truly inspiring.

It's great that you connected the movie's themes to real-life struggles and solutions. A movie that not only entertains but also provides life lessons is always worth watching. I'm adding this to my watchlist!

Has anyone else seen "12th Fail"? I'm curious to hear your thoughts in the comments! Let's discuss the impact of movies that inspire us to overcome obstacles.