অনেক দিন পরে বাজার করার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ15 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

অনেক দিন পরে বাজার করার মূহুর্ত

1000027417.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি।আসলে এবার অনেক দিন পরে গিয়েছিলাম বাজার করতে। আসলে আজ আমাদের এখানে হাঁটবার। তাই বেশ ভালো সবজি পাওয়া যায়। যদি সব সময় আপনার ভাই কিনে। তবে অনেক সময় দেখা যায় ভালো সবজি কিনতে পারেনা। আর এখানে সব সময় সবজি পাওয়া যায়।। সবজিগুলো অনেক ভালো আবার দামও কম। একটা কাজে গেছে তাই ভাবলাম কিছু সবজি কিনে নিয়ে যায়। তাহলে চলুন ঘুরে আসি আমি কি কি সবজি কিনেছি।

1000027417.jpg

1000027419.jpg

1000027418.jpg

আমরা বাজারে গিয়ে প্রথমে সবজি কিনতে গেলাম।আসলে বাজারে সবজি গুলো দেখে প্রথমে মনে হয়েছিল সব সবজি গুলো কিনে ফেলি।তবে একবারে এতগুলো সবজি কেনার টাকা ছিল না আবার কিনলেও সবজি গুলো নষ্ট হয়ে যাবে।যাইহোক তারপর প্রয়োজন মতো কিছু সবজি কিনলাম।আসলে অনেক দিন হলো কাঁচা পেঁপে কিনা হয়নি। আর সামনে এমন কাঁচা সবজি হলে আর কিছুই লাগে না।

1000027421.jpg

1000027415.jpg

1000027416.jpg

1000027427.jpg

এখন হচ্ছে ফলের মৌসুম। আসলে এখন বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। যদিও এখন আম প্রায় শেষের দিকে। তবে এখনো বাজারে অনেক পাকা আম পাওয়া যাচ্ছে। আসলে আম হচ্ছে ফলের রাজা।আম বাচ্চাদের অনেক পছন্দ। যদিও জাতীয় ফল কাঁঠাল। তবে আমার মনে হয় কাঁঠালের থেকে আম বেশি খায় সবাই। যাইহোক তারপর পাঁচ কেজি আম কিনেছি।তারপর সামনে পড়ল লটকন। বাচ্চারা লটকন খেতে অনেক পছন্দ করে। তবে এবার এখনো কিনা হয়নি। তারপর এককেজি লটকন কিনলাম ২৫০ টাকা দিয়ে। আর পিঁয়ারা আমাদের বাড়িতে অনেক আছে তাই আর কেনা হলো না।

1000027420.jpg

1000027424.jpg

1000027425.jpg

1000027434.jpg

তারপর আমরা ফল কেনা শেষ করে চলে আসলাম আর ও কিছু সবজি কেনার জন্য। আসলে আগে লাউ শীতের সময় পাওয়া যেতে কিন্তু এখন সারা বছর পাওয়া যায়। তবে লাউ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তারপর অনেক দিন পরে পেয়েছি মূলো। আর মূলো গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল তাই কিছু মূলো কিনে এনেছি। আর এখন বৃষ্টির মাস। আর বৃষ্টিতে অনেক মরিচ গাছ গুলো মরে গিয়েছে। তারজন্য মরিচের দাম একটু বেশি বেড়ে গিয়েছে। আসলে মরিচ গুলো দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে।তারপর আরও অনেক কিছু শিখেছি।

1000000176.gif

প্রলয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 15 days ago 

1000027443.jpg

 14 days ago 

হ্যাঁ আপু এখন বাজারের সবজি পাওয়া যায় দামও একটু কম। আর সবজি হলে আর কিছুই লাগেনা খাওয়া-দাওয়া করতে। তবে আমি নিজেও মাঝেমধ্যে বাজারে গেলে তাজা সবজি কেনার চেষ্টা করি। আর এটি একদম ঠিক বলেছেন আগে লাউ শীতকালে পাওয়া যেত। এখন সব সময় লাউ পাওয়া যায় কমবেশি। আর আমাদের এদিকে ও মরিচের দাম একটু বেশি। যাহোক সুন্দর করে পোস্টটি শেয়ার করেছেন তাই ধন্যবাদ।