গিফট পাওয়ার অনুভূতি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
গিফট পাওয়ার অনুভূতি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা অনুভূতি মূলক পোস্ট নিয়ে। সত্যি বলতে গিফট পেতে সবার আমার কাছে অনেক ভালো লাগে। তবে এখন তেমন কেউ গিফট দেয় না।আসলে এখন সবাই বাচ্চাদের বেশি দেবার চেষ্টা করি। আসলে বাচ্চাদের গিফট তো আমাদের তাই নয় কি।আর গিফট ছোট কিংবা বড় হোক গিফট তো গিফট। যাইহোক কিছু দিন আগে আমার ননদের মেয়ে বাইরে থেকে এসেছে তাই সবার জন্য টুকিটাকি গিফট এনেছে। আসলে মানুষ তো অনেক সবাইকে কিছু কিছু দিলে অনেক হয়ে যায়। আর বাচ্চারা এমন গিফট পেতে একটু বেশি ভালোবাসে। তাহলে চলুন দেখে আসি কি কি গিফট পেয়েছে।
আসলে বিদেশে থেকে আসলে বাচ্চারা আশাকরি চকোলেট এর জন্য। আর তারা চকোলেট পেলে অনেক খুশি।তবে তাদের চকোলেট দেওয়া মাত্র শেষ হয়ে যায়। আমার মনে হয় অন্য গিফট এর চেয়ে চকোলেট তাদের বেশি প্রিয়। যাইহোক আমাদের চার জায়ের জন্য ওপরের এই গিফট গুলো এনেছে।আসলে সাবান স্নো এটা মেয়েদের কমন জিনিস। আমরা এগুলো পেলেই অনেক খুশি।তবে দুঃখের বিষয় হলো আমি ব্যস্ততার জন্য ও অনেক বৃষ্টি থাকায় তার সাথে দেখা করতে পারিনি।তারপর ভাবিনি যে তারা এতো তারাতাড়ি চলে যাবে।আসলে তারা আরো অনেক জায়গায় ঘুরতে যাব তারজন্য চলে গিয়েছে। সত্যি দেখা হয়নি তারজন্য একটু খারাপ লেগেছে। আবার কবে আসে তার ঠিক নেই। আল্লাহ চাইলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।
আর আমার দুই মেয়ের জন্য দুটি ব্যাগ এনেছে। আসলে তারা ব্যাগ পেয়ে অনেক খুশি।তবে তাদের জন্য জুতা কেনার টাকা ও দিয়েছে। সত্যি বলতে তাদের আরো ব্যাগ রয়েছে তবে এগুলো পেয়ে তারা অনেক খুশি।আসলে গিফট পেলে সাবাই এমনিতেই খুশি হয়। আর যদি পছন্দের গিফট হয় তাহলে তো কথায় নেই। এই গিফট গুলো পেয়ে আমার মেয়ে অনেক খুশি।আর আমার ছোট মেয়ে গিফট নেওয়ার জন্য অস্হির। সে যখন শুনেছে তাকে গিফট দেবে তখন থেকে দেখা করার জন্য অস্হির ছিল। আমি যেতে পারিনি ঠিক কিন্তু আমার মেয়ে গিয়ে দেখা করে এসেছে। যাইহোক গিফট পেয়ে সবাই অনেক খুশি।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1951660885858210125?t=0XPk8xIoY7MH7eCDE6_fnQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/MimiRimi1683671/status/1951661504685826115?t=i_rqEC9OwdiYobMlXVy58A&s=19
ননদের মেয়ে আপনার বাচ্চাদের জন্য খুব সুন্দর দুটি ব্যাগ এনেছে। হ্যাঁ এখন সবাই বাচ্চাদের দিতেই বেশি পছন্দ করে। বাচ্চারাও আবার কোন কিছু পেলে ভীষণ খুশি হয়। বৃষ্টি থাকার কারণে তাদের সাথে দেখা করতে পারেনি এটা একটু খারাপ লাগার মতই ব্যাপার। তারা আপনাদের জন্য মনে করে সব জিনিস নিয়ে এসেছে আসলেই বেশ ভালো। সুন্দর একটি পোস্ট শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
বাহ,গিফটগুলি তো বেশ সুন্দর।বিশেষ করে ব্যাগ দুটির কালার ভিন্ন হলেও একইরকম।যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে, বাচ্চারা অনেক খুশি হয় গিফট পেলে।ধন্যবাদ আপনাকে।