বিভিন্ন জিনিস কেনাকাটার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
বিভিন্ন জিনিস কেনাকাটার মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। সত্যি বলতে কিনতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এবার একটা কাজে গিয়েছিলাম। যদিও কেনার তেমন ইচ্ছে ছিল না। তবে সাথে অনেক লোকজন ছিল। তারা সবাই মিলে কিনতে গিয়েছিল তাই আমি ও সাথে গিয়েছিলাম।আসলে এবার বিভিন্ন ধরনের জিনিস কিনতে পেরে অনেক ভালো লেগেছিল। সত্যি বলতে পছন্দের জিনিস কিনতে পারলে অনেক ভালো লাগে। বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমরা যেহেতু সবাই মিলে আগে গিয়েছিলাম মার্কেটে। আসলে এবার অনেক দিন পরে মার্কেটে গিয়েছিলাম।আসলে আমার এক চাচাত বোনের বাসায় গিয়েছিলাম । তারপর সবাই মিলে মার্কেটে গিয়েছিলাম। যদিও এই দোকানটি আমার অনেক পরিচিত। এই দোকানের ফটোগ্রাফি ও আগে করা ছিল। যদিও সেই দিন ব্যস্ততার জন্য তেমন ফটোগ্রাফি করতে পারিনি। তবে ওপরের দোকানটি ছিল নতুন। তারপর আমরা সবাই নতুন দোকান থেকে বেশ কিছু কাপড় কিনলাম। তারপর অন্য দোকানে ও গিয়েছিলাম। তবে পুরানত দোকান থেকে এবার নতুন দোকানের জিনিস বেশি কেনাকাটা করেছি।
যেহেতু আমরা বেড়াতে গিয়েছিলাম। তাই আমরা যাবার সময় কিছু ফলমূল কিনতে গিয়েছিলাম।আসলে ফলের যেহারে দাম তাতে ফল কেনা মুশকিল। তারপর আসার সময় কিছু কচুর লতি কিনে এনেছি। সত্যি বলতে সবজি দেখলেই কিনতে ইচ্ছে করে। তাই আমরা বেশ কিছু সবজি কিনেছি।
আসলে আমরা সবাই মূলত ঘুরতে গিয়েছিলাম। সত্যি বলতে আমার চাচাত বোনের স্বামী বাইরে থেকে এসেছিল।তাই আমাদের নিয়ে ঘুরছিল।যাইহোক সে মাঢ় কিনবে তাই তো আমরা কয়েক দিন আগে যেখানে মাছ কিনতে গিয়েছিলাম সেখানে গেলাম। আসলে মাছ বাজারের পাশে পার্ক ছিল। সেখানে ঘুরে আমরা চলে গিয়েছিলাম তাজা পাঙ্গাস মাছ কেনার জন্য। আসলে তাজা নদীর পাঙ্গাস এর তুলনা হয় না। তারপর আমরা ভাইয়া একটা বড় পাঙ্গাস কিনল। যাইহোক অবশেষে কিছু খাওয়া দাওয়া করলাম সবাই। সেটা নিয়ে হয়তো অন্য দিন পোস্ট লিখব। বেশ ভালোই কেনাকাটা করেছি।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1965433328125051179?t=Acm_IMekg8UlNm6SuN1lgA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1965434207423090781?t=ytPFLxMQlPBE-zalO6EnfA&s=19