কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ফটোগ্রাফি নিয়ে। নতুন নতুন ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে এখন সময়ের অভাবে তেমন বাইরে যাওয়া হয় না। তবে আমরা চাইলে ঘরে বসেই ফটোগ্রাফি করতে পারি।তাইতো কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আমার বাংলা ব্লগের সবাই অনেক ভালো ভালো ফটোগ্রাফি করে থাকেন। যদিও তাদের মতো হয় না
এগুলো হচ্ছে ডিম ভুনা রেসিপি। আসলে এই ডিম ভুনা গুলো মেহমান বাড়ি থেকে এসেছে। সত্যি বলতে এমন ডিম ভুনা হলে অনেক ভাত খাওয়া যায়।বেশ মজার খাবার। আর সহজেই রান্না করা যায়।
এটি হচ্ছে খাটি গরুর দুধের পায়েস। সত্যি বলতে এই পায়েস খেতে অনেক মজা। যদিও চিনির সাথে হালকা গুড় দিয়েছিলাম। আসলে এমন পায়েস মুখে লেগে থাকার মতো। তাই তো মাঝে মাঝে রান্না করে দেয়। সত্যি সবাই অনেক মজা করে খেয়েছিল।
এগুলো হচ্ছে পটল ভাজি রেসিপি। এই রেসিপি তৈরি করতে অনেক সহজ আবার খেতে অনেক মজা। আসলে আমরা তারাতাড়ি সময় এমন রেসিপি করে থাকি।আবার মেহমান আসলে এমন রেসিপি তৈরি করি।সত্যি এমন রেসিপির তুলনা হয় না।বেশ মজার রেসিপি।
এগুলো হয়তো আমরা অনেকেই চিনি। এগুলো হচ্ছে রোস্ট। রোস্ট বাচ্চাদের অনেক পছন্দের। রোস্ট হলে তাদের আর কিছু লাগে না। যাইহোক কয়েক দিন আগে রান্না করেছি সবাই অনেক মজা করে খেয়েছিল। আর নিজের হাতে তৈরি রোস্ট এর তুলনা হয় না।
এগুলো হয়তো আমরা সবাই চিনি।বিশেষ করে মিষ্টি প্রিয় মানুষের জন্য দারুণ খাবার। যারা মিষ্টি পছন্দ করেন তাদের এই মিষ্টি গুলো অনেক পছন্দের। যাইহোক কয়েক দিন আগে মেহমান এসেছিল আর তারা এই মিষ্টি গুলো এনেছিল সবাই অনেক মজা করে খেয়েছিল। তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
এটি হচ্ছে আলু দিয়ে খাসির মাংস ভুনা রেসিপি। আসলে এই রেসিপি আমাদের ভাইয়ের অনেক পছন্দ। তবে এগুলো সব সময় খাওয়া মুশকিল। আসলে ভালো জিনিস সবাই খেতে চাই তবে টাকা পয়সা দরকার হা হা হা।যাইহোক কোরবানি কিছু খাসির মাংস ছিল তাই ভুনা করে দিয়েছি সবাই অনেক মজা করে খেয়েছে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1971960207774568738?t=0c3bZ0yR3NWEHJn8SmeBYQ&s=19
ওয়াও আপনি তো অনেক লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সত্যি বলতে আপনার খাবারের ফটোগ্রাফি দেখে লোভ লেগে গেছে।বিশেষ করে মিষ্টি আর খাসির মাংসের ভূনা রেসিপির ফটোগ্রাফি দারুণ হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
বাহ আপনি তো মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। খাবারের ফটোগ্রাফি দেখলে জিবে এমনিতে জল এসে যায়। তবে আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ ছিল। বিশেষ করে পটেল ভাজা রেসিপি ফটোগ্রাফি ও খাসির মাংস রেসিপি বেশি ভালো লাগলো। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
চমৎকার সব খাবারের ফটোগ্রাফি উপস্থাপন করেছেন আপু। প্রত্যেকটা খাবার অনেক বেশি লোভনীয় ছিল। ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো।
আপনার পোস্টগুলো সব সময় অনেক বেশি অসাধারণ হয়ে থাকে৷ আজকেও যেভাবে আপনি এত চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে একের পর এক ফটোগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ খুব সুন্দর ভাবে আপনি এই খাবারের সৌন্দর্যকে শেয়ার করেছেন৷