ভাইয়া আপনার পোস্ট পড়ে প্রথম দিকে অনেক ভালো লাগলেও শেষের দিকে অনেক খারাপ লাগল। সত্যি বলেছেন ভাইয়া প্রত্যেকেরি তার জীবনের জন্য অনেক মায়া রয়েছে। কনক কেনো আমার মনে হয় যেকেউ সহজে নিজের জীবন শেষ করতে চায় না।সত্যি পরিচিত কারো ছবি এভাবে হঠাৎ সামনে পড়লে কষ্টলাগা স্বাভাবিক। আসলে বাচ্চা দুটির জন্য অনেক খারাপ লাগল। দোয়া করি ওপারে ভালো থাকবে কনক।ধন্যবাদ আপনাকে।
বেশি খারাপ লাগছে ওর দুটো ছোট বাচ্চার জন্য। জানি না আসলে ও কি সমস্যার ভিতর দিয়ে চলছিল।